আজব ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ওভালে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সেই ম্যাচে এক সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়, জ্বলে ওঠে ফ্লাড লাইট। আম্পায়ার জানান, খারাপ আলো থাকায় কোনও পেস বোলার বল করতে পারবে না। তখন বল করছিলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। ফলে কিছুটা বাধ্য হয়েই তাঁকে অফ স্পিন বল করতে হয়। যা দেখে হাসি চাপতে পারলেন না তাঁর সতীর্থরা। এমনকি তাঁর স্পিন বল দেখে চেয়ার থেকেই পড়ে গেলেন প্রাক্তন ক্রিকেটার নাসির হুসেন ।
শনিবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন আকাশ মেঘলা হয়ে আসায় মাঠে উপস্থিত আম্পায়ার ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপ-কে জানান পর্যাপ্ত আলো না থাকায় পেস বোলাররা আর বল করতে পারবে না। সেই সময় বল করছিল ইংল্যান্ড। ঘটনাটি ঘটে সপ্তম ওভারে, যখন পেসার ক্রিস ওকস বল করছিলেন। তখন সবে মাত্র ২ বল করেছিলেন। তখনও তাঁর ৪ বল করা বাকি ছিল। তাই বাধ্য হয়ে বাকি বল তাঁকে অফ স্পিন করতে হয়। যা দেখে হাসতে শুরু করে ইংল্যান্ডের ক্রিকেটাররা। এমনকি হাসতে থাকেন ধারাভাষ্যকাররা। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা প্রখ্যাত ধারাভাষ্যকার নাসির হুসেন ওকসের অফ স্পিন দেখে চেয়ার থেকেই পড়ে গেলেন। ভিডিয়োটি নিয়ে হাসির রোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
যদিও ক্রিস ওকস অফ স্পিন করে কোনও উইকেট পায়নি। তবে এই কাণ্ড দেখে যথেষ্ট মজা পেয়েছেন মাঠে উপস্থিত তাঁর বাকি সতীর্থরা। জো রুটের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন বিশ্বাসই করতে পারছেন না যে ওকস স্পিন বলও করতে জানে। একই ভাবে বিস্মিত প্যাভিলিয়নে বসে থাকা বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। উল্লেখ্য, তৃতীয় টেস্ট ম্যাচ জেতার লক্ষ্যে এগোচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৯৪ করেছে তারা। প্রথম ইনিংসে ৩২৫ রান করেছিল ইংল্যান্ড, জবাবে ব্যাট করতে নেমে ২৬৩ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৫৬ রান করে। শ্রীলঙ্কাকে জেতার জন্য প্রয়োজন ২১৯ রান। এখনও ২ দিনের খেলা বাকি, টার্গেট রয়েছে আর মাত্র ১২৫ রান। তাই বলাই যায় এই টেস্টে সহজেই জয় লাভ করবে শ্রীলঙ্কা। যদিও ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।