নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত, ২২ তারিখ থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সেই ট্রফিতে ৫টি টেস্টের ৫টিতে জিতবে অস্ট্রেলিয়া বলে হুঙ্কার দিলেন প্রাক্তন অজি স্পিনার নাথান লিয়ন। বিগত একদশক ধরে বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ২০১৪-২০১৫ সালে এই ট্রফি জিতেছিল তারা। এবার সেই হারানো মর্যাদা ফিরে পেতে চাইবে অস্ট্রেলিয়া। প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফিতে ৫টি টেস্ট ম্যাচ খেলা হবে। এই ট্রফি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় পয়লা নম্বরে রয়েছে ভারত, ঠিক পিছনেই রয়েছে অস্ট্রেলিয়া। তাই এই টুর্নামেন্ট যে কত গুরুত্বপূর্ণ তা বলার থাকে না।
সম্প্রতি প্রাক্তন অজি তারকা ক্রিকেটার নাথান লিয়ন বলেন, ‘বিগত ১০ বছর ধরে আমরা এই ট্রফি জয় করতে পারেনি। ভারত-ইংল্যান্ড সিরিজ যখন চলছিল তখন থেকেই আমি এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করি। আমি খেলা ভালোবাসি সঙ্গে ভালো টেস্ট ম্যাচ উপভোগ করি। আমি আশা করছি এবার লড়াইটা ভালো হবে এবং আমরা ৫-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করব’। এই বছরের শুরুর দিকে ভারত-ইংল্যান্ড সিরিজ ছিল, সেই সময় থেকে ভারতীয় ব্যাটসম্যানদের নজরে রাখছেন বলে জানিয়েছে ৩৬ বছর বয়সী অফ স্পিনার। তিনি বলেন, ‘আমার সঙ্গে ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির কথা হয়েছে। কীভাবে যশস্বী জসওয়ালকে আউট করা যায় তা জেনেছি। এই সফরে সরফরাজ খান আসবেন না কেএল রাহুল জানি না, তবে ভারত যে একটা তারকা সমৃদ্ধ দল নিয়ে আসতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই’।
ভারতকে হারানোর জন্য অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কী করতে হবে সেই বিষয়েও কথা বলেছেন লিয়ন। তিনি বলেন, ‘আমাদের বড় রানের প্রয়োজন আছে। আমাদের এমন কাউকে প্রয়োজন যে শতরান করতে পারবে। স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশান, ট্র্যাভিস হেডের মতো ব্যাটসম্যানদের প্রয়োজন। আমি শতরান বলতে ১০১ বা ১০৭ বলতে চাইছি না, তাঁকে ১৮০ কিংবা ২০০ রান করার ক্ষমতা রাখতে হবে’। প্রসঙ্গত, শেষবার বর্ডার-গাভাসকর ট্রফি জয় করেছিল ভারত। এবারও বিরাট-রোহিতরা যে ছেড়ে কথা বলবে না সেটা নিশ্চিত। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। চলতি মাসে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ খেলবে তারা। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ রয়েছে রোহিতদের।