অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলার সময় হঠাৎই ঘটেছিল বিপত্তি। দ্বিতীয় দিনের খেলার সময় হঠাৎই স্টেডিয়ামের আলো বন্ধ হয়ে যায়। যার জন্য প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা। ঠিক কি কারণে স্টেডিয়ামের আলো বন্ধ ছিল এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে শেষ কয়েকদিনে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিকে উঠেছিল আঙুল।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
নাথান ম্যাকসুইনি এবং মার্নাস ল্যাবুশানের খেলার সময় এই বিপত্তি ঘটে। স্টেডিয়ামে আলো বন্ধ হয়ে যায়, দর্শক আম্পায়ার ক্রিকেটার সকলেই অবাক হয়ে যান। আর এই ঘটনা নিয়েই সরাসরি প্রশ্নের মুখে চলে আসেন নাথান লিয়ন, তাঁর কীর্তির জন্যই নাকি আলো বন্ধ হয়ে গেছিল, এই অভিযোগ উঠে আসে। অবশেষে মুখ খুললেন টেস্টে ৫০০র বেশি উইকেটের মালিক লিয়ন।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
শনিবার থেকে গাব্বায় শুরু হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ, কিন্তু সেখানে বৃ্ষ্টির জন্য মাত্র ১৩.২ ওভার মতো বোলিং হয়, অর্থাৎ ১৪ ওভারও সম্পূর্ণ করা যায়নি। তাই অধিকাংশ সময়ই ক্রিকেটাররা ছিলেন ড্রেসিং রুমে। এরই মধ্যে লিয়নকে ধারাভাষ্যকররা নিজেদের রুমে বসিয়ে ফেলেন, আর সেখানেই সম্প্রচারকালী সংস্থার লাইভের সামনে সত্য ঘটনা উদঘাটন করেন অজি স্পিনার।
নাথান লিয়ন জানাচ্ছেন তাঁর নাইট ওয়াচম্যান হিসেবে আসার কথা ছিল। তাই তিনি মাঠে নামার আগে একটু নেটে ব্যাটিং করতে চেয়েছিলেন। মানে ওয়ার্ম আপ যাকে বলে। সেই সময়ই তিনি স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীকে বলেছিলেন, ইন্ডোরের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। এরপর ঘটনা শুনুন লিয়নের ভাষায়। অজি স্পিনার বলছেন, ‘আমি বিশ্বাসই করতে পারিনি, আমি আমাদের সহকারী কোচ বোরোর সঙ্গে ছিলাম। আমরা নিরাপত্তারক্ষীকে বলি যদি আলো জ্বালিয়ে দিতে পারে খুব ভালো হবে, এরপরই আলো চলে যায়। আমি তখন বোরোকে বললান, ও নিশ্চয় ভুল সুইচ টিপে দিয়েছে। এরপর দুজনেই অন্ধকারে বসেছিলাম ১৫ মিনিট ’।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
লিয়ন এই ঘটনার দায় নিজের ঘাড়েই নিচ্ছেন, যাতে সেই নিরাপত্তারক্ষীর কোনও সমস্যা না হয়। লিয়ন বলছেন, ‘আমি ওর দোষটা নিজের ঘাড়ে নিতে রাজি আছি। যে আলো জানানো জানে না, সেই দোষ আমি নিজের ওপর নিতে পারি ’। প্রসঙ্গত সেই টেস্টে অস্ট্রেলিয়া দল ১০ উইকেটে হারিয়ে দেয় ভারতীয় দলকে এবং সিরিজে সমতায় ফেরে তাঁরা।