দক্ষিণ অস্ট্রেলিয়ান ব্যাটার নাথান ম্যাকসুইনি প্রথম বার অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন। তাঁকে ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর সিরিজ খেলতে দেখা যাবে। দলে জায়গা পেয়ে খুশি নাথান। এই অজি ক্রিকেটার জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে তিনি ভারতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি। ২২ নভেম্বর থেকে পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। ইতিমধ্যেই ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানেই নাম রয়েছে ম্যাকসুইনির। ফক্স ক্রিকেটকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় নাথান বলেন, ‘আমি ট্র্যাভিস হেডের কাছ থেকে একটা টেক্সট ম্যাসেজ পাই, যেখানে তিনি লিখেছিলেন - আমি তোমায় আমার ব্যাট-প্যাড দেব। তাই আমি স্কোয়াডে থাকব সেটা আগেই ভেবেছিলাম।’
তিনি আরও বলেন, ‘মনে করি আমি খেলার জন্য প্রস্তুত। আমি সাধারণত প্রশিক্ষণে যা করি তার চেয়ে একটু বেশিই করছি। আমি নতুন বল দিয়ে প্র্যাক্টিস করছি। আমি সুযোগের অপেক্ষায় আছি।’ হয়তো উসমান খোয়াজার পরিবর্তে ওপেনার হিসেবে ইনিংসের প্রথম বল নাথানকেই খেলতে দেখা যেতে পারে। এই বিষয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ আমি শুনেছি উজি খুব একটা ইনিংসের প্রথম বল খেলার ফ্যান নয়। আমাকেই প্রথম বল খেলতে হতে পারে, তবে আমার সমস্যা নেই এই বিষয়ে।’ এই তরুণ ক্রিকেটার আরও উল্লেখ করেছেন যে কীভাবে বছরের পর বছর ধরে তাঁর প্রাক্তন কুইন্সল্যান্ড সতীর্থ তথা অজি ক্রিকেটার মার্নাস ল্যাবুশান তাঁর জন্য একজন পরামর্শদাতা এবং একটি ‘সম্পদ’ হয়ে উঠেছেন।
তিনি বলেন, ‘কুইন্সল্যান্ডে বেড়ে ওঠা, গাব্বাতে খেলার ধরন, আমার খেলার ধরন এবং সম্ভবত সেও যেভাবে খেলে তা নির্ধারণ করেছে’। তিনি আরও বলেন, ‘ও একজন গভীর চিন্তাবিদ... মাঝে মাঝে আমরা সম্ভবত একই রকম দেখতে পাই, এবং আমি ভাবতে পছন্দ করি যে আমি আমার নিজের খেলার উপায় খুঁজে পেয়েছি; তবে অবশ্যই একটি সম্পদ হিসেবে মার্নাসকে পাওয়ায় অনেক উপকার হয়েছে।’ সব কিছু ঠিক থাকলে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই অভিষেক হয়ে যেতে পারে নাথানের। সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের হয়েও ভালো খেলেছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি নাথান সম্পর্কে বলেন, ‘নাথানের মধ্যে টেস্ট ক্রিকেট খেলার সব রকমের রসদ রয়েছে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স সেই ইঙ্গিতই করছে। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এ দলের হয়ে তাঁর পারফরম্যান্স আমাদের ওকে টেস্ট দলে সুযোগ দিতে বাধ্য করেছে।’