বাংলা নিউজ > ক্রিকেট > ICC ODI World Cup: অভিজ্ঞ তারকা অ্যাকারম্যান-মারওয়েকে রেখেই ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

ICC ODI World Cup: অভিজ্ঞ তারকা অ্যাকারম্যান-মারওয়েকে রেখেই ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

নেদারল্যান্ডস ক্রিকেট দল। ছবি- টুইটার

আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। সুযোগ পেয়েছে অভিজ্ঞ তারকারা।

শুভব্রত মুখার্জি: জিম্বাবোয়েতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সবথেকে বড় চমক ছিল নিঃসন্দেহে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ,আয়োজক জিম্বাবোয়ের মতো পোড়খাওয়া দীর্ঘদিনের ক্রিকেট দলগুলোকে পিছনে ফেলে ক্রিকেট বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ফুটবলের জন্য জগৎ বিখ্যাত নেদারল্যান্ডস। রুড গুলিট,মার্কো ভ্যান বাস্তেনের দেশ নেদারল্যান্ডসের তরফে বৃহস্পতিবারই ঘোষণা করা হল আসন্ন ওডিআই বিশ্বকাপে তাদের জন্য তাদের ১৫ সদস্যের দল।

প্রসঙ্গত প্রত্যাশামতোই দলে জায়গা হয়েছে দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার রলেফ ভ্যান ডার মারওয়ে এবং কলিন অ্যাকারম্যানের। রলেফ ভ্যান ডার মারওয়ে আবার একটা সময়ে দক্ষিণ আফ্রিকার হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তবে তিনি গত টি-২০ বিশ্বকাপেও ডাচদের হয়ে খেলেছিলেন।সেই বিশ্বকাপে আবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল ডাচরা।

ভারতে আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য দুই অভিজ্ঞ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান এবং ভ্যান ডার মারওয়েকে স্কোয়াডে ফিরিয়ে এনেছে ডাচরা। দুজনের দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের বাছাইপর্বে খেলেননি অ্যাকারম্যান এবং মারওয়ে। তবে এই দুজনকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে রানার্স আপ হয়েছিল ডাচরা। ভারতে ওডিআই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা।২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অ্যাকারম্যান।

মারওয়ে ব্যাট হাতে বেশ কয়েকটি ক্যামিও উপহার দিয়েছিলেন। বল হাতেও তাঁর পারফরম্যান্স খারাপ ছিল না। যদিও দলগতভাবে নেদারল্যান্ডস একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। ৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ডাচরা।

টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।রায়ান কুকের প্রশিক্ষণাধীন দল ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া এবং ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খেলবে। দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। টপ অর্ডারে নেদারল্যান্ডস রান করার বিষয়ে আস্থা রাখছে বিক্রম সিং,ম্যাক্স ও'ডাউডদের উপরে। এছাড়াও অলরাউন্ডার বাস ডিলিডের উপর দলের আস্থা রয়েছে অনেকটাই বেশি।

একনজরে দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড :-

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকিরান, কলিন অ্যাকারম্যান, রলেফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান ডাট, রিয়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, শাকিব জুলফিকার, শারিজ আহমেদ এবং সাইব্র্যান্ড এঞ্জেলব্রেখট।

বন্ধ করুন