জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরের ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল আকবর আলির রংপুর বিভাগ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে রংপুরের কাজটা সহজ করে দেন দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। দুই বোলারের তোপে ফাইনাল ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।
ঢাকা মেট্রোর পক্ষে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি করেন ১৩ রান। এছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতেই পারেননি। রংপুরের পক্ষে ৩ টি করে উইকেট শিকার করেছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ। ৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে রংপুর তোলে ১৪ রান।
আরও পড়ুন… ICC Rankings: মহিলাদের ODI ও T20I-তে শীর্ষস্থানের পথে ভারতীয় ব্যাটার স্মৃতি মন্ধানা
৬ বলে ২ রান করে ফেরেন আবদউল্লাহ আল মামুন। নাইম ইসলামও সাজঘরে ফেরেন কোনও রান না করে। দলের ১৮ রানের মাথায় ফেরেন রিজওয়ান। এরপর অধিনায়ক আকবর আলিও রানআউট হয়ে ফিরলে খানিক অস্বস্তি ভর করেছিল রংপুরের ড্রেসিংরুমে। এরপর আরিফুল হক খেললেন ১৪ রানের ইনিংস। তার ব্যাটে খানিকটা চাপমুক্ত হয় রংপুর। এরপর মহম্মদ এনামুল বাকি কাজ করেন তানভির হায়দারকে নিয়ে। ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
কোয়ালিফায়ার ১-এর মতো ফাইনালেও রংপুরের সঙ্গে লড়াইয়ে পারল না ঢাকা মেট্রো। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ট্রফি উঠল রংপুরের হাতেই। মঙ্গলবার ঢাকা মেট্রোকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হল আকবর আলির দল। বোলারদের রাজ করা ফাইনালে ৬৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়েছিল রংপুর। শেষ পর্যন্ত ১১.২ ওভারে তারা জয় নিয়ে মাঠ ছাড়ে।
আরও পড়ুন… দুবাইয়ে ভারতের সব ম্যাচ, ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি পাকিস্তানের, প্রকাশ্যে Champions Trophy 2025-র সূচি
দুই পেসার আলাউদ্দিন বাবু (৩/১২) আর মুকিদুল ইসলাম মুগ্ধ (৩/১২) ঘাসযুক্ত উইকেটে প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণে বিধ্বস্ত ঢাকা মেট্রো অলআউট হয়ে যায় মাত্র ৬২ রানে। প্রথম সেশনের মতো অত না হলেও পরের সেশনেও বল এদিক-ওদিক মুভ করেছে। ঢাকা মেট্রো পেসার আবু হায়দার রনি রংপুর টপ অর্ডারের ওপর খানিক প্রভাব বিস্তার করেছিল তবে ম্যাচ জিততে পারেনি।
রবিন লিগে যে দলটিকে মনে হচ্ছিল দুর্দমনীয়, সেই ঢাকা মেট্রো কোয়ালিফায়ার ১-এ এসে রংপুর বিভাগের কাছে হেরে যায়। তারপর কোয়ালিফায়ার ২-এ খুলনাকে হারিয়ে ফাইনালে উঠে আবার রংপুরের সামনে নামে। মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আকবর আলির রংপুরের বোলারদের শানিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। মাত্র ৬২ রানেই শেষ হয়ে যায় ঢাকা মেট্রোর ইনিংস।
আরও পড়ুন… BGT 2024-25: বক্সিং ডে টেস্টের আগে ফের জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল
ঢাকা মেট্রোর স্কোর:
১৬.৩ ওভারে ৬২/১০ (ইমরানউজ্জামান ৪, নইম শেখ ০, আনিসউল ইসলাম ইমন ৩, শামসুর রহমান শুভ ১৪, আমিনউল ইসলাম বিপ্লব ০, গাজি তাহজিবুল ২, মোসাদ্দেক হোসেন সৈকত ৬, আবু হায়দার রনি ১৩; আলাউদ্দিন বাবু ৩/১২, মুকিদুল ইসলাম মুগ্ধ ২/১২, রবিউল ১/৯, চৌধুরী রেজওয়ান ১/১২, আরিফ ১/১৪)।
রংপুরের স্কোর:
১১.২ ওভারে ৬৫/৫ (চৌধুরী রিজওয়ান ৯, আব্দুল্লাহ আল মামুন ২, নাইম ইসলাম ০, তানবীর হায়দার ১৪ অপরাজিত, আকবর আলী ০, আরিফুল হক ১৪, এনামুল হক ১৪ অপরাজিত; আলিস আল ইসলাম ২/১৩, আবু হায়দার রনি ১/৮ ও রাকিবুল ১/২৪)।
ম্যাচের ফল:
রংপুর বিভাগ ৫ উইকেটে ফাইনাল ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হয়েছে।