ক্যাপ্টেন রোহিত পাউডেলের জোড়া বিশ্বরেকর্ড গড়া ম্যাচে হারের মুখ দেখতে হল নেপালকে। নেদারল্যান্ডসের কাছে কার্যত একতরফা হার দিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২৪ অভিযান শুরু করে নেপাল। ডাচদের বিরুদ্ধে একা প্রতিরোধ গড়েও দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দিতে পারেননি ক্যাপ্টেন রোহিত।
মঙ্গলবার আমেরিকার ডালাসে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ডি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে নেপাল ও নেদারল্যান্ডস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নেপাল। তারা শুরু থকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে। কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকে ক্ষান্ত হয় নেপাল। ১৯.২ ওভারে মাত্র ১০৬ রান তুলে অল-আউট হয়ে যায় তারা।
দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন ক্যাপ্টেন রোহিত পাউডেল। ৩৭ বলের লড়াকু ইনিংসে তিনি ৫টি চার মারেন। এছাড়া ১২ বলে ১৭ রান করেন করণ কেসি। তিনি ২টি ছক্কা মারেন। ১৫ বলে ১৪ রান করেন গুলশান ঝা। তিনি ১টি ছক্কা মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করেন অনিল শাহ।
নেদারল্যান্ডসের হয়ে ৪ ওভারে ২০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন টিম প্রিঙ্গল। ৩.২ ওভারে ১৮ রান খরচ করে ৩টি উইকেট নেন লোগান ভ্যান বিক। ১৯ রানে ২টি উইকেট নেন পল ভ্যান মিকেরেন। ২২ রানে ২টি উইকেট নেন বাস ডি'লিড।
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ডাচ দল। নেদারল্যান্ডসের হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ম্যাক্স ও'দাউদ। তিনি ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা।
এছাড়া ২৮ বলে ২২ রান করেন বিক্রমজিৎ সিং। তিনি ৪টি চার মারেন। ১৬ বলে ১৪ রান করেন সাইব্র্যান্ড। তিনি ১টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন বাস ডি'লিড। মাইকেল লেভিট ১ ও ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস ৫ রান করে আউট হন।
নেপালের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নেন সোমপাল কামি। ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নেন দীপেন্দ্র সিং আইরি। ২৯ রানে ১টি উইকেট নেন অবিনাশ বোহারা। ম্যাচের সেরা হন টিম প্রিঙ্গল।