তিনটি টি-২০ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি। তাও কোনও সহযোগী দেশের বোলিং লাইনআপের বিরুদ্ধে নয়। বরং টি-২০ ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেল।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে নেপাল। ৫ ম্যাচের সিরিজের চারটি ম্যাচ খেলা হয়েছে এখনও পর্যন্ত। ১টি ম্যাচে মাঠে নামেননি রোহিত। খেলেছেন ৩টি ম্যাচে। সিরিজের একটি ম্যাচে ধ্বংসাত্মক শতরান করেন পাউডেল। ২টি ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন তিনি।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রোহিত ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ১১২ রান করেন। দ্বিতীয় ম্যাচে তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় ম্যাচে মাঠে নামেননি পাউডেল। চতুর্থ ম্যাচে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৮২ রান করেন রোহিত।
সুতরাং, তিন ম্যাচে সাকুল্যে ১৪৯টি বল খেলে ২৬৫ রান সংগ্রহ করেন রোহিত পাউডেল। ব্যাটিং গড় ১৩২.৫০। স্ট্রাইক-রেট ১৭৭.৮৫। তিনি সাকুল্যে ২৩টি চার ও ১৩টি ছক্কা মেরেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, তিনটি ম্যাচেই নেপাল রান তাড়া করতে নামে। এই তিনটি ম্যাচের একটিতেও নেপালের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৩০ রানের গণ্ডিও টপকাতে পারেননি।
সুতরাং, বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কতটা ব্যতিক্রমী ক্রিকেট খেলছেন রোহিত পাউডেল। চলতি আইপিএলেও ব্যাট হাতে এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি কেউ। আরও উল্লেখযোগ্য বিষয় হল, পাউডেল ক'দিন পরেই টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন নেপালকে। আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আগে রোহিতের এমন ব্যক্তিগত পারফর্ম্যান্স তাঁকে নেতা হিসেবে নিশ্চিতভাবেই সতীর্থ ও প্রতিপক্ষদের সমীহ এনে দেবে।
ওয়েস্ট ইন্ডিজ-এ দলের হয়ে নেপালের বিরুদ্ধে এই সিরিজে মাঠে নেমেছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা একঝাঁক তারকা। ম্যাথিফ ফোর্ড, ওবেদ ম্যাককয়, ফ্যাবিয়ান অ্যালেন, গুড়াকেশ মোতি, হেডেন ওয়ালস, কিমো পলদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ আন্তর্জাতিক মানের সন্দেহ নেই। কেননা প্রত্যেকেই ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে হাত পাকিয়েছেন।
রোহিত এই মুহূর্তে সিরিজে দু'দলের ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ-এ দলের আন্দ্রে ফ্লেচার। তিনি ৪ ম্যাচে ১৯৩ রান সংগ্রহ করেছেন।