Nepal cricket team: কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ সিরিজে অংশগ্রহণের আগে ভারত সফরে এসেছে নেপালের ক্রিকেট দল। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) তারা প্রশিক্ষণ নেবে। এনসিএতে এই টুর্নামেন্টের প্রস্তুতি নেবে নেপাল দল। ত্রিদেশীয় সিরিজ খেলতে কানাডায় যাওয়ার আগে নেপাল দল দুই সপ্তাহ এনসিএ-তে অনুশীলন করবে। কানাডা ও নেপালের পাশাপাশি ওমানের দলও এই সিরিজে অংশ নেবে। নেপাল বর্তমানে লিগ 2 টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সোমবার টুইটারে লিখেছে, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর প্রস্তুতি সিরিজের আগে নেপাল দল এনসিএ যাচ্ছে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) দুই সপ্তাহের প্রশিক্ষণ তাদের খেলোয়াড়দের দক্ষতা ও কৌশল উন্নত করবে। তাদের সকলের মঙ্গল কামনাও করা হয়েছে। নেপালের অধিনায়ক রোহিত পাউডেল, দীপেন্দ্র সিং আইরি এবং সন্দীপ লামিছনে সম্প্রতি কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন। আমেরিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতে কিছু অনুশীলন ম্যাচে অংশ নিয়েছিল নেপাল। এই সময়ে দলটি ভাপিতে গুজরাট ও বরোদার বিরুদ্ধে খেলেছে।
আরও পড়ুন… ভারতীয় দলের ফুটবলাররা আরও দ্রুত উন্নতি করতে পারত- দায়িত্ব নিয়েই স্টিমাচের সমালোচনায় মানোলো
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল তার অফিসিয়ালে লিখেছে, ‘আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ প্রস্তুতি সিরিজের জন্য গণ্ডাররা ভারতে যাচ্ছে! ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) দুই সপ্তাহের প্রশিক্ষণ আমাদের খেলোয়াড়দের দক্ষতা এবং কৌশলকে আরও তীক্ষ্ণ করবে। আসুন তাদের সকলের মঙ্গল কামনা করি।’
আরও পড়ুন… ভুগছিলেন ডিপ্রেশনে, শেষ পর্যন্ত নিজের জীবন নেন ইংরেজ প্রাক্তনী গ্রাহাম থর্প, জানালেন স্ত্রী
নেপাল দলটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে লিগ ২ টেবিলের শীর্ষ চারে শেষ করার লক্ষ্য রাখবে, যাতে দলটি ক্রিকেট বিশ্বকাপ (CWC) কোয়ালিফায়ারে জায়গা করে নিতে পারে। শীর্ষ চারে উঠতে ব্যর্থ হলে দলকে CWC কোয়ালিফায়ার প্লে অফ খেলতে বাধ্য করবে, যেখান থেকে শীর্ষ চারটি দল CWC কোয়ালিফায়ারে জায়গা করে নেবে।
নেপালের ক্রিকেট দল তাদের আসন্ন ক্রিকেট বিশ্বকাপ লিগ 2 সিরিজের প্রস্তুতির জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) প্রশিক্ষণ নিতে প্রস্তুত, যা কানাডায় অনুষ্ঠিত হবে। কানাডায় ত্রিদেশীয় সিরিজের জন্য তাদের প্রস্থানের আগে, যেখানে তারা ওমানের বিরুদ্ধে মুখোমুখি হবে, দলটি এনসিএ সুবিধায় তাদের দক্ষতার সম্মান জানাতে দুই সপ্তাহ কাটাবে। এখন পর্যন্ত, নেপাল লিগ 2 স্ট্যান্ডিংয়ে ষষ্ঠ স্থান দখল করে আছে।