ভারতীয় দলের জার্সিতে একদমই ছন্দে নেই অধিনায়ক রোহিত শর্মা। আশা করা হয়েছিল তিনি ফরম্যাট বদলের সঙ্গে সঙ্গেই হয়তো ফর্মে ফিরবেন। কিন্তু কোথায় কি? ফর্ম যেন পরে রয়েছে বহু দূরে। ২০২৪ শেষের অফ ফর্ম ২০২৫ শুরুতেও ঘোচাতে পারেননি হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে সাকিব মাহমুদের বলে লিয়াম লিভিনস্টোনের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন রোহিত।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
রোহিতের ব্যর্থতায় বিরক্ত সমর্থকরা
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নিজের ঘরের মাঠ নাগপুরেও ফুল ফ্লপ হয়েছেন তিনি। মুম্বইকর ব্যাটার করেন ৭ বলে মাত্র ২ রান। আরো একবার মিস টাইমড শটে তিনি ফেরেন সাজঘরে, যা দেখে বেজায় চটেছেন ভারতীয় দলের ভক্তরা। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের হাতে খুব বেশি ম্যাচও নেই। বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি অভিযান শুরু ভারতের।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
টানা ব্যর্থ রোহিত শর্মা
এদিকে ২০২৪-২৫ মরসুমে রোহিত শর্মার সব বলের ক্রিকেটে স্কোর অত্যন্ত খারাপ। ১৬ ইনিংসে তাঁর রান সংখ্যা যথাক্রমে ৬, ৫, ২৩, ৮, ২, ৫২, ০, ৮, ১৮, ১১, ৩, ৬, ১০, ৩, ৯ এবং ৯। অর্থাৎ ১৬ ইনিংসে তাঁর স্কোর মাত্র ১৬৬, ব্যাটিংয়ের ক্ষেত্রে গড় ১০.৩৭। এই পারফরমেন্স জারি থাকলে দুবাইতে যে একরাশ লজ্জা অপেক্ষা করবে ভারতের জন্য সেকথা বলাই বাহুল্য, তাই আগেই রোহিতের পারফরমেন্সে হতাশা স্পষ্ট করলেন সমর্থকরা।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
ভারতীয় ক্রিকেট দলের এক ভক্ত নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ প্রিয় রোহিত শর্মা, এবার দয়া করে তুমি অবসর নাও, আর তোমার সমালোচনা করতে পারছি না, এবার নিজেরই লজ্জা লাগছে’।
আরেক নেটিজেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রোহিত শর্মার শেষ কয়েকটা ইনিংসে স্কোর ০,৮,১৮,১১, ৩,৬,১০,৩,৯ এবং ২। আর ও নাকি সিদ্ধান্ত নিয়ে বলে যে কোন বোলার ভারতীয় দলের জন্য সঠিক (সিরাজের কথা বলা হয়েছে) ’।
এক নেটিজেনকে লিখতে দেখা যায়, ‘রোহিত শর্মা পাওয়ারপ্লের ভিতর, পাওয়ারপ্লের বাইরে। দেশের ভিতর, দেশের বাইরে, কোথাও এফেক্টিভ নয়(সিরাজকে আন এফেক্টিভ বলতে চেয়েছিলেন রোহিত) ’।
ভারতীয় দলের এমনই ভিলেনে পরিণত হয়েছেন রোহিত শর্মা। যখন তাঁর মার্জিত হওয়া উচিত ছিল হারের পর , তখনও তিনি আত্মবিশ্বাস দেখিয়ে কিছুটা কুল সাজতে গেছিলেন, কিন্তু ক্রিকেটভক্তরা যে স্রেফ মুখে ভাষণ শুনতে নয়, ব্যাটেও তাঁর প্রতিফলন দেখতে বেশি পছন্দ করেন সেটাই হয়ত ভুলে গেছিলেন রোহিত।