শুভব্রত মুখার্জি: আফগানিস্তানের অন্যতম তারকা পেসার নবীন-উল-হক। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই নিজের পারফরম্যান্সে দাগ কেটেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলেও খেলছেন সাফল্যের সঙ্গে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতন তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে করেছেন নজরকাড়া পারফরম্যান্সও। সেই নবীন উল হক শনিবার পা দিলেন তাঁর জীবনের ২৪তম বসন্তে। আইপিএলে গত বছরেও তিনি খেলেছেন লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে। সেই দলেরই মেন্টর প্রাক্তন ভারতীয় তারকা গৌতম গম্ভীর। জন্মদিনে নবীনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি দিয়েছেন এক ‘বিশেষ’ বার্তাও।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। নিজের সঙ্গে নবীন উল হকের একটি পুরনো ছবি তিনি পোস্ট করেন। এই ছবি পোস্ট করেই আফগান পেসারকে শুভেচ্ছা জানান তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার মতন মানুষ (ভালো) খুব কম রয়েছে। কখনও বদলে যেও না।’ জীবনের ২৪তম বসন্তে পা দিয়েছেন নবীন উল হক। আর সেই দিনেই গম্ভীরের এই বিশেষ বার্তা তাঁর কাছে নিঃসন্দেহে বড় উপহার। গম্ভীরের এই বার্তাকে ভক্তরাও সানন্দে গ্রহণ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে এই কারণেই শ্রদ্ধা করি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘সবসময় এই ভাবেই নিজের দলের ক্রিকেটারদের সাপোর্ট করবেন।’
প্রসঙ্গত ২০২৩ মরশুমের আইপিএলেও ২২ গজ এবং তাঁর বাইরেও গুরু-শিষ্যের বন্ধন ছিল দেখার মতন। আরসিবির সঙ্গে সুপার জায়ান্টসের দুটি গ্রুপ পর্বের ম্যাচে প্রচন্ড ঝামেলা হয়েছিল। আরসিবির ঘরের মাঠ বেঙ্গালুরুতে ম্যাচ জিতেছিল সুপার জায়ান্টসরা। অন্যদিকে একানা স্টেডিয়ামে আরসিবি জিতেছিল ম্যাচ। এরপরেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান নবীন। সেই সময়েও ছাত্রের পাশে দাঁড়িয়ে বিরাটের সঙ্গে ঝামেলাতে জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। পাশাপাশি এই মরশুমেই গম্ভীরের প্রশিক্ষণে ক্রিকেটার হিসেবে উন্নতি ঘটেছিল নবীন উল হকের।