একেই বৃষ্টি না হওয়া সত্ত্বেও আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম ২ দিনের খেলা ভেস্তে যাওয়ায় প্রশ্ন উঠছে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডের পরিকাঠামো নিয়ে। তার উপর মাঠের বাইরে নতুন বিতর্ক শুরু হয়ে গেল স্টেডিয়াম কর্মীদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে। সব মিলিয়ে নতুন টেস্ট কেন্দ্র হিসেবে প্রচারের আলোয় আসার আগে নেতিবাচক কারণে চর্চায় গ্রেটার নয়ডার এই স্টেডিয়াম।
অতীতে ভারতের মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে আফগানিস্তান। এবার আরও একবার সেই পথে হাঁটে তারা। গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সোমবার। তবে ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়।
যদিও প্রচুর বৃষ্টি হয়েছে, এমনটা নয় মোটেও। বরং আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ডে জল জমে যাওয়ায় বিপত্তি ঘটে। আশা করা গিয়েছিল মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করা যাবে নির্বিঘ্নে। তবে ঝকঝকে রোদ উঠলেও দ্বিতীয় দিনের খেলাও ভেস্তে যায় সেই ভিজে আউটফিল্ডের জন্যই।
মাঠকর্মীরা বেশ কিছু ইলেক্ট্রিক পাখা নিয়ে এসে মাঠ শুকিয়ে তোলার চেষ্টা করেন। এমনকি কাদা হয়ে যাওয়া আউটফিল্ডের অংশ থেকে ব্লক করে কেটে তুলে ফেলা হয় ঘাস। মাঠের বাইরের প্র্যাক্টিস নেট থেকে শুকনো ঘাসের ব্লক এনে বসানো হয় সেখানে। তবু মাঠকর্মীদের প্রয়াস ব্যর্থ হয় দ্বিতীয় দিনেও।
আম্পায়াররা দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। তবে এক বারের জন্যও ম্যাচ অফিসিয়ালদের মনে হয়নি মাঠ খেলা শুরু করার যোগ্য। বরং এমন ভিজে আউটফিল্ডে খেলা হলে ক্রিকেটারদের চোট পাওয়ার আশঙ্কা থাকে বলেই মত প্রকাশ করেন আম্পায়াররা। বিকাল ৩টে নাগাদ শেষমেশ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
যদিও পিচ নিয়ে কোনও সমস্যা নেই। পিচ ঢাকা দেওয়া ছিল। তাই তা খেলার উপযোগী। এমনকি আফগান ও কিউয়ি ক্রিকেটাররা ম্যাচ পিচের পাশে নেট প্র্যাক্টিসও সারেন মঙ্গলবার। সব মিলিয়ে স্টেডিয়ামের আধুনিক পরিকাঠামো ও সরঞ্জামের অভাবকে দায়ি করা হচ্ছে প্রথম ২ দিনের খেলা ভেস্তে যাওয়ার জন্য।
এদিকে মাঠের বাইরে নতুন বিতর্ক দেখা দেয় ক্যাটারিং টিমকে নিয়ে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী ক্যাটারিং টিমের এক সদস্যকে বাথরুমে বাসনপত্র ধুতে দেখা গিয়েছে। ঘটনার ছবিও সামনে আসে। এমন অস্বাস্থ্যকর বিষয় নিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে।