বাংলা নিউজ > ক্রিকেট > Ricky Ponting to PBKS- দিল্লিতে ফেল, পঞ্জাবে পাস করবেন রিকি? কোচের পদে এসেই সমর্থকদের আশ্বাস পন্টিংয়ের…

Ricky Ponting to PBKS- দিল্লিতে ফেল, পঞ্জাবে পাস করবেন রিকি? কোচের পদে এসেই সমর্থকদের আশ্বাস পন্টিংয়ের…

রিকি পন্টিং। ছবি- রয়টার্স (Action Images via Reuters)

পঞ্জাব কিংস দলের নতুন হেড কোচ নিযুক্ত হয়েছেন রিকি পন্টিং। প্রাক্তন এই অজি তারকার হাতেই নিজেদের দলের দায়িত্ব তুলে দিয়েছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। অজি তারকাও সমর্থকদের আশ্বস্ত করে বলছেন, আগামী দিনে ভালো ক্রিকেট খেলবে পঞ্জাব কিংস।

আইপিএলে নতুন দলের কোচের দায়িত্বে এসেছেন অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত থাকার পর অবশেষে সম্পর্ক ছিন্ন হয় তাঁর সঙ্গে রাজধানির ফ্র্যাঞ্চাইজির। বহুদিন এই দলে কাজ করলেও সাফল্য বলতে তেমন কিছু নেই। আইপিএল ট্রফি জেতাও হয়নি, দলকে খুব বেশিবার প্লে অফেও তুলতে পারেননি। এরপরই আগামী আইপিএলের নিলামের আগে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ক্যাপিটালস শিবির। যদিও তাঁরপর খুব বেশিদিন পন্টিংকে অপেক্ষা করতে হল না, কারণ আরও এক আইপিএল ট্রফি না জেতা দল পঞ্জাব কিংস তাঁকে কোচ হিসেবে নিযুক্ত করেছে। 

আরও পড়ুন-প্রথম টেস্টে বাংলাদেশের দাদাগিরি! লিটনকে পন্ত বললেন,‘আমায় কেন মারছ’…লড়ছেন অশ্বিন-জাড্ডু

২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি প্রীতি জিন্টার দল। প্রথমে নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব, পরে হল পঞ্জাব কিংস। নাম বদলেও দলের ভাগ্য বদলায়নি। অবশ্য কোচ বদলেও যে ভাগ্য বদলায়নি সেকথাও বলাই বাহুল্য। কারণ গত চার বছরে রিকি পন্টিং তৃতীয় কোচ যিনি দায়িত্ব নিলেন প্রীতি জিন্টার দলের। ফলে অস্ট্রেলিয়ান তারকার কাছে প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে দলকে ধারাবাহিকভাবে জয়ের সরণীতে আনা এবং ক্রিকেটারদের মধ্যে জেতার মানসিকতা তৈরি করা।

আরও পড়ুন-ওরা করলে লিলা, আর আমরা করলেই বিলা!, পিচ বিতর্কে সমালোচকদের ধুয়ে দিলেন গৌতম গম্ভীর…

পঞ্জাব কিংসের নতুন কোচ নিযুক্ত হয়ে রিকি পন্টিং সমর্থকদের আশ্বস্ত করে বলছেন, ‘আমি পাঞ্জাব কিংসের কাছে কৃতজ্ঞ যে আমায় ওরা সুযোগ দিয়েছে এই দলের হেড কোচের দায়িত্ব পালন করার। আমি উৎসাহিত রয়েছি এই দলের হেড কোচের দায়িত্ব পালন করার জন্য। আমার সঙ্গে দলের কর্ণধার এবং ম্যানেজমেন্টের কথা হয়েছে দলের ভবিষ্যৎ নিয়ে, আর আমাদের চিন্তাভাবনায় ব্যাপক মিলও রয়েছে। যে সমস্ত সমর্থকরা এত বছর ধরে দলকে সমর্থন করে আসছে, তাঁদের আমি আশ্বস্ত করতে চাই যে আগামী বছরের আইপিএল থেকে অন্য একটা দলকে দেখতে পাবে তাঁরা, অনেক উন্নত ক্রিকেট উপহার দেবে দল’।

 

২০১৪ সালের পর থেকে আর একবারও আইপিএল ফাইনালে ওঠেনি পঞ্জাব কিংস। দলের বিদেশি নির্বাচনের ক্ষেত্রে যেমন ম্যানেজমেন্টের ব্যর্থতা রয়েছে, তেমনই দল ধরে না রাখাও দলের খারাপ পারফরমেন্সের অন্যতম কারণ। অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও কিছুটা ভুল ভ্রান্তি থেকেছে, কারণ সেভাবে বেশিদিন কারোর ওপর ভরসা রাখতে পারেনি তাঁরা।

আরও পড়ুন-গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা

হেড কোচের দায়িত্ব নিয়েই রিকি পন্টিংয়ের প্রথম কাজ হতে চলেছে আগামী আইপিএলের নিলামের আগে কোন কোনও ক্রিকেটারদের রিটেন করা হবে, সেই তালিকা প্রস্তুত করে নেওয়া। দ্বিতীয়ত নিলাম থেকে কোনও ক্রিকেটারকে নিয়ে তাঁকে অধিনায়ক করা হবে নাকি যাদের রিটেন করা হবে তাঁদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্তও নিতে হবে পন্টিংকে।

 

২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসেবে যোগ দেওয়ার পর ২০১৩ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন প্রাক্তন অজি অধিনায়ক। এরপর মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসে বিভিন্ন সময় কোচিং করিয়েছেন। বর্তমানেও তিনি যুক্ত রয়েছেন মেজর লিগ ক্রিকেটের দল ওয়াসিংটন ফ্রিডমের সঙ্গে, যাদেরকে তিনি চ্যাম্পিয়নও করেছেন। এছাড়াও নিজের দেশ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও তিনি হেড অফ স্ট্র্যাটেজির পদ সামলাচ্ছেন হোবার্ট হারিকেন দলের।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.