অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগেই বড় ঘোষণা করলেন বিরাট কোহলি। নিজের নতুন ম্যানেজমেন্ট টিমের নাম জানালেন বিরাট কোহলি। এই কারণেই তিনি দীর্ঘদিনের পুরানো ম্যানেজমেন্ট টিমের সঙ্গে অতীতের সম্পর্কের ইতি টানলেন। বিচ্ছেদের পর এই নতুন গাঁটছড়ার কথা ঘোষণা করলেন বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ এই কথা জানিয়েছেন ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার। বিরাট এদিন জানিয়ে দিলেন, এবার থেকে তাঁর ব্যবসায়িক নানা বিষয় দেখা শোনা করবে স্পোর্টিং বিয়ন্ড।
বিরাট কোহলি জানিয়েছেন, ‘আমার জীবনের এক নয়া অধ্যায়ও শুরু হচ্ছে। নতুন টিমের সঙ্গে আমার পার্টনারশিপের দিকে আমি তাকিয়ে রয়েছি। এই সংস্থা আমার ব্যবসায়িক নানা বিষয় দেখাশোনা করার ক্ষেত্রে আমার সঙ্গে কাজ চালিয়ে যাবে।’ কোহলি আরও বলেন, ‘কিছুদিন ধরেই স্পোর্টিং বিয়ন্ড আমার নতুন টিম হিসেবে কাজ করছে। এই নতুন সূচনার কথা ঘোষণা করতে গিয়ে আমি উত্তেজিত। এই টিম আমার লক্ষ্য, স্বচ্ছতার মূল্য, খেলার প্রতি আমার সততা ও ভালোবাসা নানাভাবে আপনাদের কাছে উপস্থাপিত করবে।’
সম্প্রতি জানা গিয়েছিল, বিরাট কোহলি কর্নারস্টোনের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। সেই গুঞ্জনেই এদিন সিলমোহর পড়ল বিরাট কোহলির ঘোষণায়। কর্নারস্টোন বিখ্যাত সেলিব্রিটি ম্যানেজমেন্ট কোম্পানি। সেই সংস্থার সঙ্গে যুক্ত বান্টি সাজদেহ. যিনি দীর্ঘ সময় ধরে বিরাটের ম্যানেজার। এনডোর্সমেন্টের জগতেও কোহলির ব্যাপক আধিপত্য রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয়, বিশাল ফলোয়ার বেস রয়েছে তাঁর। এটিও কোহলির ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক হয়েছে। আইপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্যে ভারতীয় ও বহুজাতিক সংস্থাগুলি কোহলিকে বাণিজ্যিক মুখ করতে চায়। সেই আগ্রহের ধারাও ক্রমবর্ধমান।
আরও পড়ুন… ক্রিকেট মাঠে এমন আচরণ মেনে নেব না- আলজারি জোসেফের ব্যবহারে চটেছেন কোচ ড্যারেন স্যামি
তবে বিরাট কোহলি বর্তমানে ব্যাট হাতে চেনা ছন্দে নেই। অস্ট্রেলিয়া সফর তাঁর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ব্র্যান্ড ভ্যালুতে তিনি দেশের তারকাদের পিছনে ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিপুল জনপ্রিয়তা। ২০২৩ সালের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্টে দেখা গিয়েছে কোহলির ব্র্যান্ড ভ্যালু ২৯ শতাংশ বেড়ে ২২৭.৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। তবে সবকিছু আসন্ন বর্ডার গাভাসকর ট্রফির উপর অনেক কিছু নির্ভর করবে।
আরও পড়ুন… ত্রিপুরায় করতে হবে না, ইডেন রেডি থাকবে, নাইটদের চিঠি লিখে জানাল সিএবি
উল্লেখ্য, বিরাট কোহলি টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের আন্তর্জাতিক ও টেস্ট খেলছেন। জল্পনা রয়েছে, আগামী আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্বও দেবেন। তবে তার আগে আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি কেমন খেলেন তার দিকে সকলে তাকিয়ে রয়েছেন।