শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ দল। আমেরিকার তিনটি প্রদেশে এবার খেলা হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। নিউ ইয়র্ক, ডালাস এবং ফ্লোরিডায় ম্যাচ হচ্ছে আমেরিকাতে। গতকাল অর্থাৎ বুধবার নিউ ইয়র্কে হয়ে গেল এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্র। ম্যাচে ভারত সাত উইকেটে জয় পেয়েছে।
আরও পড়ুন…. অনেকেই নিয়মটা জানত না: পেনাল্টির পাঁচ রান কি দলের হারের কারণ- কী বললেন USA-র কোচ স্টুয়ার্ট ল
এই স্টেডিয়ামের পিচ চলতি বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। ড্রপ ইন পিচের স্পঞ্জি বাউন্স, থমকে থমকে বল ব্যাটে আসা একেবারেই টি-২০ ফর্ম্যাটের বিরোধী পিচ যাকে বলে। অনেকেই এই পিচের তীব্র সমালোচনা করেছেন। আমেরিকার বিরুদ্ধে শেষ ম্যাচের পরে নিউ ইয়র্কের পিচ নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর মতে নিউ ইয়র্কের পিচে খেলাটা মোটেও সহজ ছিল না।
আরও পড়ুন…. BAN vs NED: কখনই বলব না যে এটা ম্যাচ জয়ী টোটাল ছিল- ব্যাটার নয়, শাকিবের গলায় বোলারদের প্রশংসা
পিচ নিয়ে কী বললেন রোহিত শর্মা-
ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমরা নিজেদেরকে কৃতিত্ব দেবই। যেভাবে আমরা নিজেদের নার্ভ ধরে রেখেছি ম্যাচে তা প্রশংসনীয়। দরকারের সময়ে আমাদের পার্টনারশিপ হয়েছে। সূর্য(সূর্যকুমার যাদব) এবং দুবেকে (শিবম) কৃতিত্ব দিতেই হবে। ওঁরা দারুণ পরিণত ব্যাটিং করেছে। আমাদেরকে ম্যাচ জিতিয়ে তবে ওরা সাজঘরে ফিরেছে। সুপার এইটে উঠতে পারাটা দারুণ স্বস্তির। এখানে (নিউ ইয়র্কে) ক্রিকেট খেলাটা মোটেও সহজ ছিল না। এই উইকেটে যে কোন দল ম্যাচ জিততে পারে। আমরা তিনটি ম্যাচেই শেষ পর্যন্ত লড়েছি। তিনটি ম্যাচেই জিতেছি আমরা। আমরা এই তিনটি ম্যাচে জয় থেকে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছি। সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সূর্য দেখিয়ে দিয়েছে ওঁর খেলার বিভিন্ন দিক রয়েছি। একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে যা যা আশা করা যায় সেটাই ও করে দেখিয়েছে। ম্যাচটা গভীরে নিয়ে গেছে। আমাদেরকে জিতিয়ে তবে ও ফিরেছে। আমাদের সমস্ত বোলাররাও খুব ভালো বল করেছে। বিশেষ করে আর্শদীপের কথা বলব। ও দুর্দান্ত বোলিং করেছে।’
আরও পড়ুন…. UEFA EURO 2024: কবে, কোন দেশের ম্যাচ! ভারতীয় সময়ে কখন শুরু কোন দলের খেলা? দেখে নিন সম্পূর্ণ সূচি
নিউ ইয়র্কের এই পিচে ভারত তাদের তিনটি ম্যাচ খেলেছে। তিনটিতেই তাদের বেশ লড়াই করে জিততে হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে, পাকিস্তানের বিরুদ্ধে ছয় রানে এবং আমেরিকার বিরুদ্ধে তারা সাত উইকেটে জয় পেয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারতের বিরুদ্ধে আট উইকেটে ১১০ রান করে। জবাবে ভারত তিন উইকেট হারিয়ে ১১১ রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন আর্শদীপ সিং। তিনি চার ওভারে মাত্র চার রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। এরপর সূর্যকুমার যাদব অপরাজিত ৫০ এবং শিবম দুবে অপরাজিত ৩১ রান করে ভারতের জয় নিশ্চিত করেছেন।