আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও হাতে রয়েছে ১ মাসের বেশি সময়। তাঁর আগেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইসিসির এই বড় প্রতিযোগিতাতেও কিউয়িদের অধিনায়কত্ব সামলাবেন সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সফল হওয়া মিচেল স্যান্টনার। তিন নবাগত তরুণ পেসার উইল ও রুরকি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথকে রাখা হয়েছে দলে।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
এই প্রথম কোনও আইসিসি ইভেন্টে বোলিং করতে দেখা যাবে স্মিথ, রুরকির মতো তুলনায় জুনিয়র ক্রিকেটারদের। অলরাউন্ডারদের মধ্যে স্যান্টনার জিতে তো আছেনই। এছাড়াও রয়েছে মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রের মতো তারকারাও। এছাড়াও দলে রয়েছেন সিনিয়র ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন, টেস্ট দলের অধিনায়ক টম লাথাম।
আরও পড়ুন-২০২২ সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
মিচেল স্যান্টনার, টম লাথাম এবং কেন উইলিয়ামসন গতবারের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন। তাঁদের মধ্যে কেন উইলিয়ামসন তো তাঁর আগেরবার ইংল্যান্ডেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছিলেন। এদিকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি, সঙ্গে থাকছেন লকি ফারগুসন। যিনি নিজের পঞ্চম আইসিসি ইভেন্টে মাঠে নামতে চলেছেন।
আরও পড়ুন-SA20র ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জোবার্গই
রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে জ্যাকব ডাফির নাম। একান্তই যদি লকি ফারগুসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বলে নিজের নাম সরিয়ে নেন এই ইভেন্ট থেকে, সেক্ষেত্রে স্কোয়াডে ঢুকতে পারেন ডাফি। যদিও সেই সম্ভাবনা কম। কারণ কেন্দ্রীয় চুক্তি না নিলেও এমন গুরুত্বপূর্ণ সিরিজের যে লাইমলাইট, সেটা নিশ্চয় পেতে চাইবেন ফারগুসন।
নিউজিল্যান্ডের দল- মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল,মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফারগুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, উইল ও রুরকি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং। ১৯ ফেবরুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু নিউজিল্যান্ডের।