টেস্ট ক্রিকেটের ইতিহাসে চরম লজ্জায় ডুবে গেল ভারত। ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল টিম ইন্ডিয়া (তিন ম্যাচ বা তার বেশি ম্যাচের সিরিজ)। আর দুটি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ধরলে ২৫ বছর পরে ঘরের মাঠে এরকম লজ্জার মুখে পড়তে হল রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের ভারতকে। ১৯৯৯-২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারলেও কখনও হোয়াইটওয়াশ হতে হয়নি। আজ ওয়াংখেড়েতে সেই লজ্জারও মুখে পড়তে হল।
আরও লজ্জা বাঁচিয়েছেন পন্ত!
অথচ চতুর্থ ইনিংসে ভারতের সামনে মাত্র ১৪৭ রানের লক্ষ্যমাত্রা ছিল। যে রানটা তুলতে গিয়ে ১২১ রানেই অল-আউট হয়ে গেল ভারত। তাও যে ভারত ২৬ বা ৩৬ রানে অল-আউট হয়ে যায়নি, সেটার জন্য ঋষভ পন্তকে আলাদা করে ‘থ্যাঙ্ক ইউ’ বলে আসতে পারেন রোহিত ও বিরাটরা। কারণ দ্বিতীয় ইনিংসে ভারতের ১২১ রানের মধ্যে পন্ত একাই ৫৭ বলে ৬৪ রান করেন।
বাকিটা স্রেফ হতাশা আর চরম লজ্জা। দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়াল করেন পাঁচ রান। ১১ রান করেন রোহিত। শুভমন গিল করেন এক রান করেন। বিরাট কোহলি এক রান করেন। সরফরাজ করেন এক রান। ছয় রান করেন রবীন্দ্র জাদেজা। ১২ রান করেন ওয়াশিংটন সুন্দর (তিনি যে আউট হন, সেটা কিছু করার ছিল না)। আট রান করেন রবিচন্দ্রন অশ্বিন। আকাশদীপ এবং সিরাজের কোনও অবদান ছিল না। আর অতিরিক্ত হিসেবে ১২ রান এসেছে।
যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ‘রান সংগ্রাহক’ অতিরিক্ত
আর নিজেদের দেশের মাটিতে যে দলের যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ‘রান সংগ্রাহক’ হল অতিরিক্ত, তারা যে লজ্জার মুখে পড়বে, সেটা বলে দেওয়ার জন্য পুরস্কার মিলবে না। শেষপর্যন্ত ওয়াংখেড়ে টেস্টে ২৫ রানে হেরে যায় ভারত। তার ফলে ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। আর ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে ফেলেছে নিউজিল্যান্ড। এই প্রথম কোনও দল ভারতকে তিন ম্যাচ বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল।
আরও পড়ুন: BGT 2024-25: বয়স হয়েছে, রান না পেলে…বিরাট-রোহিতকে নিয়ে সোজাসাপটা কথা চ্যাপেলের
দেশের মাটিতে পরপর ৩ টেস্টে হারের লজ্জা
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এই প্রথমবার টানা তিনটি টেস্টে হারল না টিম ইন্ডিয়া। অতীতে আরও দু'বার হয়েছে। কবে কবে দেশের মাটিতে সেই লজ্জার মুখে পড়েছে ভারত, তা দেখে নিন -
১) ১৯৫৮-৫৯ সাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
২) ১৯৭৬-৭৭ সাল: ইংল্যান্ডের বিরুদ্ধে।
৩) ২০২৪ সাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে।