বাংলা নিউজ > ক্রিকেট > ICC ODI WC 2023: কারও সন্তান, কারও স্ত্রী, কারও বাবা-মা-ঠাকুমা; অভিনব কায়দায় বিশ্বকাপের দল ঘোষণা কিউয়িদের- ভিডিয়ো

ICC ODI WC 2023: কারও সন্তান, কারও স্ত্রী, কারও বাবা-মা-ঠাকুমা; অভিনব কায়দায় বিশ্বকাপের দল ঘোষণা কিউয়িদের- ভিডিয়ো

অভিনব ভাবে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ছবি- হিন্দুস্তান টাইমস ও টুইটার

পরিবারের সদস্যদের মুখ থেকে বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। এমন অভিনব উদ্যোগে শোরগোল ফেলে দিয়েছে। 

এমন ভাবে হয়তো কোনও ক্রিকেট বোর্ড বিশ্বকাপের দল ঘোষণা করেনি। শুধু ক্রিকেটই নয়, এমনকী ফুটবলের ক্ষেত্রেও এমনটা দেখা যায়নি। এবার বিশ্বকাপের দল গঠনে এক অভিনব পন্থা বেঁছে নিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এর আগে এমনটা কেউ দেখেইনি। আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে যে ১৫ জন ক্রিকেটার বিশ্বকাপের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তাদের স্ত্রী বা তাঁর বান্ধবী নিজের স্বামী বা বন্ধু নাম বলছে। এমন ভাবে দল ঘোষণা হয়েছে বলে মনে পড়ছে না ক্রিকেট মহলের।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘুরছে, সেখানে শুধু ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবীরাই নন, ক্রিকেটারদের সন্তানরাও তাঁর বাবর নাম বলছেন বিশ্বকাপের জন্য়। পরিবারের সদস্যদের থেকে বিশ্বকাপ দল ঘোষণা এই প্রথম। এমন ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হতেই পারেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। অবাক হওয়ার মতো কোনও কারণও নেই। বিশ্বকাপের মতো মঞ্চে দল ঘোষণা তাও আবার পরিবারের সদস্যদের মুখ থেকে। এর থেকে বড় আর কিছু হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিয়োর শুরুতেই একটি ছোট্ট শিশু মায়ের কোলে বসে শিখিয়ে দেওয়া কথাগুলো বলছে এভাবে বলছে, ‘১৬১, আমার বাবা কেন উইলিয়ামসন।’ বুঝতে বাকি নেই সেই মহিলা হলেন উইলিয়ামসনের স্ত্রী সারাহ রাহিম, শিশুটি তাঁর ৪ বছর বয়সী মেয়ে ম্যাগি। আর উইলিয়ামসন হলেন নিউজিল্যান্ড ওয়ানডে ইতিহাসের ১৬১ নম্বর ক্রিকেটার। স্ত্রী-মেয়ের পাশাপাশি ঠাকুমাকেও দল ঘোষণার অংশ হিসাবে দেখা গিয়েছে জেমস নিশামের। ৯৪ বছর বয়সী ঠাকুমা নাতির নাম ঘোষণা করেছেন এভাবে, ‘ওডিআই ব্ল্যাকক্যাপ নম্বর ১৭৭। সে আমার নাতি জেমস নিশাম।’

তবে এবারের বিশ্বকাপে চোট কাটিয়ে ফিরে এসেছেন কেন উইলিয়ামসন। যিনি এক মাস আগেও ঠিক করে হাঁটতে পারছিলেন না। তিনি ফিরে এসেছেন। পাশাপাশি টিম সাউদিও ফিরে এসেছেন বিশ্বকাপ দলে। এই দুই হেভিওয়েট ক্রিকেটার ফিরে আসায় অনেকটাই স্বস্তি দিয়েছে কিউয়ি দলকে। নিউজিল্যান্ডের প্রথম খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ অক্টোবর। অর্থাৎ উদ্বোধনী ম্যাচে নামবে গতবারের ফাইনালিস্টরা।

এবার এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলে কারা সুযোগ পেয়েছেন:-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং।

ক্রিকেট খবর

Latest News

আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের! এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.