টি২০ বিশ্বকাপে অবশেষে জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে হারের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে কিউয়িরা। ফলে প্রতিযোগিতার শেষ দুই ম্যাচ ছিল ব্ল্যাক ক্যাপসদের কাছে সম্মানরক্ষার ম্যাচ। দুর্বল উগান্ডার বিপক্ষে তাঁরা জিতল সহজেই। তবে এই পারফরমেন্সটা যদি তাঁরা অন্তত আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখাতে পারতেন, তাহলে এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতেন না। টি২০ বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবেই এসেছিলেন ট্রেন্ট বোল্ট , গ্লেন ফিলিপসরা। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে নিউজিল্যান্ডের বোলারদের চাহিদা তুঙ্গে থাকে, তাঁদের টি২০ স্পেশালিস্ট পারফরমেন্সের জন্য, সেই কিউয়িরাই এখন হাত কামড়াচ্ছেন। উগান্ডা ম্যাচ জিতেও আক্ষেপ যাচ্ছে না কেন উইলিয়ামসনের দলের।
আরও পড়ুন-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দিলেন তিনি, মন খারাপ সমর্থকদের
উগান্ডার বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ট্রেন্ট বোল্ট, লকি ফারগুসন, টিম সাউদিদের বিপক্ষে তাসের ঘরের মতোই ভেঙে পরে উগান্ডার ব্যাটিং লাইন আপ, অবশ্য সেটা অস্বাভাবিক কিছুই নয়। কারণ এর আগেও তাঁরা টি২০ বিশ্বকাপে এরকমই কম রানে অল আউট হয়েছিল। ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেনসহ মাত্র ৭ রানেই ২ উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। তবে তাঁকেও ছাপিয়ে যান টিম সাউদি। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন কিউয়িদের বর্ষিয়ান পেসার সাউদি। বাদ যাননি স্পিনাররাও। মিচেল স্যান্টনার ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট নেন, পার্ট টাইম স্পিনার রাচিন রবীন্দ্র ৩ ওভারে ৯ রান দিয়ে নেন জোড়া উইকেট। মাত্র ৪০ রানেই গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। একমাত্র ব্যাটার হিসেবে কেনেথ ওয়েসা উগান্ডার হয়ে দুই অঙ্কের ঘরে রান করেন, তিনি করেন ১১ রান।
আরও পড়ুন-এত তাড়াতাড়ি সব হচ্ছে,হজম হচ্ছে না! বিরাটের উইকেটের স্মৃতিচারণায় নেত্রভালকর
জবাবে ব্যাট করতে নেমে ৫.২ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা। ১৫ বলে ২২ রান করেন তাঁদের ওপেনার ডেভন কনওয়ে। এদিনও তাঁদের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অর্থাৎ ব্যাটিং পারফরমেন্সে খুব উন্নতি হয়েছে তা বলা যাবে না।
আরও পড়ুন-স্কটল্যান্ডকে ম্যাচ ছাড়বে অজিরা? হেজেলউডের মন্তব্যে বিতর্ক!মুখ খুললেন ইংরেজ কোচ
আগামী সোমবার টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে নিউজিল্যান্ড। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিততে পারলে প্রতিযোগিতায় টিকে থাকতেন তাঁরা, এক্ষেত্রে প্রস্তুতির অভাবকেই দায়ী করছে ব্ল্যাক ক্যাপস টিম ম্যানেজমেন্ট।