চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়ে মাথায় ভয়ঙ্কর চোট পেয়েছেন রাচিন রবীন্দ্র। ডিপে ফিল্ডিং করার সময় খারাপ আলোর জেরে তিনি বল দেখতে পাননি, আর তাতেই সপাটে গিয়ে বল লাগে তাঁর কপালে। রক্তারক্তি ব্যাপার হতেই তাঁকে শুশ্রুষার জন্য মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
ম্যাচের শেষেই নিউজিল্যান্ডের তারকা ব্যাটারের মাথায় স্ক্যান করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আর ঠিক দিন দশেক বাকি রয়েছে। তাই কিউয়ি ব্যাটারের চোটে চিন্তায় পড়ে গেছিল ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড। যদিও আপাতত স্বস্তি পাওয়ার মতোই খবর পেয়েছে তাঁর রাচিন রবীন্দ্রর স্ক্যানের রিপোর্ট হাতে আসার পর, সূত্রের খবর তেমনটাই।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
রাচিনের চোটের সময়ের ভিডিয়ো-
পাকিস্তানের খুশদিল শাহ ডিপের ওপর থেকে একটি শট খেলতে চেয়েছিলেন। সেখানে ফিল্ডিং করছিলেন রাচিন রবীন্দ্র। তিনি ক্যাচ ধরতে চেষ্টা করার আগেই বল গিয়ে সপাটে লাগে তাঁর কপালে, যা তাঁকে রক্তাক্ত করে দেয়। আসলে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের আলো দেখে মনে হচ্ছিল কিছুটা কম রয়েছে। সেই কারণেই দিন রাতের ম্যাচে সাদা বল দেখতে অসুবিধা হয় নিউজিল্যান্ডের এই তারকার।
রবীন্দ্রকে নিয়ে কিউয়ি বোর্ডের আপডেট
রাচিন রবীন্দ্রর চোট নিয়ে অবশ্য বড় আপডেট দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাঁদের তরফে জানানো হয়েছে, ‘পাকিস্তানের ইনিংসের ৩৮তম ওভারে রাচিন রবীন্দ্র ফিল্ডিং কাটার সময় কপালে চোট পান, এর জেরে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওর মাথায় চোট লেগে অনেকটা ক্ষত হয়েছে, যার শুশ্রুষা মাঠেই করা হয়। এমনিতে ওর রিপোর্ট ভালোই আছে। প্রথমে হেড ইনজুরি অ্যাসেসমেন্ট করা হয় তাঁর। তাঁকে এইচআইএ প্রসেসে পর্যবেক্ষণে রাখা হবে ’।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জয় নিউজিল্যান্ডের-
ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে এর আগে খেলতে নেমে তিনি ১৯ বলে ২৫ রান করেছিলেন। নিউজিল্যান্ড দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান তোলে। শেষ পর্যন্ত কিউয়িরাই ম্যাচ জিতে নেয়। ৭৮ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহারশাল হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দঃ আফ্রিকা।