গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারের সঙ্গে সঙ্গে নিজেদের লজ্জার রেকর্ড আরও একবার দীর্ঘায়িত করেছে নিউজিল্যান্ড। যবে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, তারপর থেকে বিপক্ষের মাঠে গিয়ে একটা টেস্ট সিরিজও জিততে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেটা কেন উইলিয়মসনের আমলেও নয়, আবার টিম সাউদি জমানাতেও নয়। শ্রীলঙ্কায় গিয়েও দুই ম্যাচের টেস্ট সিরিজে সেই একই ধারা বজায় রেখে লজ্জার পরিসংখ্যান নিয়েই সেদেশ ছাড়তে হচ্ছে ব্ল্যাক ক্যাপসদের।
টানা কতদিন অ্য়াওয়ে টেস্ট সিরিজে জেতেনি নিউজিল্যান্ড?
টেস্ট ফরম্যাটে টানা ১৮৮৬ দিন ধরে বিপক্ষের মাঠে গিয়ে সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যবে থেকে শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত অ্যাওয়ে টেস্টে সিরিজ জয় অধরাই থেকে কিউয়িদের। এর মধ্যে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসের মাটিতে গিয়ে ভারতীয় দলকে হারিয়ে তাঁরা প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়, কিন্তু সেটা ছিল নিউট্রাল ভেনুতে। বিদেশের মাটিতে হলেও তা বিপক্ষের মাঠে ছিল না, ফলে সেটা অ্যাওয়ে ম্যাচ হিসেবে গণ্য নয়।
পরিস্থিতি যা তাতে এই দল নিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে যদি উইলিয়ামসন, লাথামরা নজর কাড়তে না পারলেন, তাহলে এই লজ্জার রেকর্ড আরও দীর্ঘায়িত হবে। আর সেই সংখ্যাটা ১৮৮৬ থেকে ছাপিয়ে ২০০০ পেরিয়ে যাবে। কারণ ভারতের বিপক্ষে তিন ম্যাচে অ্যওয়ে টেস্ট সিরিজের পর কিউয়িরা টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, তবে সেটা নিজেদের দেশের মাটিতে। এরপর আগামী বছর রয়েছে তাঁদের পরের টেস্ট। সেক্ষেত্রে ভারতে এসেই ভালো কিছু করে দেখাতে চাইবে কিউয়িরা।
অবশ্য ২০২১ সালের জুন মাসে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ফলে জিতেছিল কিউয়িরা। প্রথম টেস্ট লর্ডসে ড্র হওয়ার পর বার্মিংহ্যামে টেস্ট জিতে সিরিজ পকেটে পুড়ে নেয় নিউজিল্যান্ড। তবে তা এফটিপির অংশ না হওয়ায়, সেই সিরিজকে WTC-র তত্ত্বাবোধানে ধরা হয়নি। ফলে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আওয়ে সিরিজ অধরাই রয়েছে নিউজিল্যান্ডের।
সনথ জয়সূর্যর কৃতিত্ব কোচ হিসেবে শ্রীলঙ্কা দলে-
শ্রীলঙ্কা দলের দায়িত্বে সনথ জয়সূর্য আসার পর থেকেই নতুন ভোরের আলো দেখা শুরু করেছে লাসিথ মালিঙ্গাদের দেশ। একদিনের সিরিজে কয়েক দশক পর ভারতীয় দলকে তাঁঁরা নিজেদের ঘরের মাঠে হারিয়ে দেয়। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট তাঁরা জিতে নেয়, তাও আবার ইংল্যান্ডের ডেরায় গিয়ে। এরপর শ্রীলঙ্কার মাটিতে তাঁরা নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে ২-০ ফেল হারাল।