আর এক সপ্তার পরই শুরু হয়ে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। ঘরের মাঠে রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করার সুযোগ। সেই সিরিজে কিউয়িদের অস্ত্র হতে চলেছেন স্পিনার আজাজ প্যাটেল। ভারতের জাদেজা-অশ্বিনের পাল্টা হিসেবে ভারতীয় বংশদ্ভূত আজাজ প্যাটেলকে দিয়েই বাজিমাত করতে চাইছে কিউয়িরা।
কিউয়িরাও স্পিন অস্ত্র তৈরি রাখছে…
ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। হাতে আর কদিন, তারপরই শুরু টেস্ট সিরিজ। তাঁর আগে নিজের মতো করেই মুম্বইতে অনুশীলন সাড়ছেন তিনি। ভারত-বাংলাদেশ সিরিজ দেখেছেন। পিচ কেমন হতে পারে, সেটারও অনুমান করছেন। শ্রীলঙ্কায় গিয়ে কিউয়িদের দুর্দশার চিত্র দেখা গেছিল। ভারতে যাতে ব্যাটাররা অস্বস্তিতে পড়লে, পাল্টা ভারতকেও চাপে রাখা যায় তাই আজাজ-স্যান্টনারের ওপর ভরসা করছে দল। এছাড়াও থাকতে পারেন ইস সোধি।
মুম্বইতে অনুশীলন আজাজের…
১৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ, বেঙ্গালুরুতে। সেই ম্যাচ খেলতে বেঙ্গালুরু যাওয়ার আগে মুম্বইতে নিজের হোমটাউনের এমআইজি মাঠে হাত ঘুরিয়ে নিলেন আজাজ। মুম্বইতেই জন্মেছিলেন, এরপর বাবা-মা কর্মসূত্রে চলে যান বিদেশে। কিন্তু ঘরের মাঠের সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে তাঁর। তিন বছর আগে মুম্বইতেই অনবদ্য নজির গড়েছিলেন তিনি।
আরও পড়ুন-‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য…
আজাজের মুম্বই কানেকশন…
২০২১ সালে যখন নিউজিল্যান্ড দল টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল, তখন মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার এক ইনিংসের ১০টি উইকেটই নিয়েছিলেন আজাজ প্যাটেল। জিম লেকার এবং অনীল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেই আজাজ এবারও কিউয়িদের বড় ভরসা। বেঙ্গালুরুতে পৌঁছে নিউজিন্যান্ডের এ দলের হয়ে ম্যাচ খেলে নিজেকের প্রস্তুত করে নেবেন তিনি।
আরও পড়ুন-ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির ভাবনায় ৩ দেশ…
১৮টি টেস্টে আজাজের ঝুলিতে রয়েছে ৭০টি উইকেট। আফগানিস্তানের সঙ্গে এক ম্যাচের টেস্ট সিরিজ ভেস্তে যাওয়ার পর লোকাল টিম ম্যানেজারকে তিনি অনুরোধ করেছিলেন মুম্বইতে তাঁর জন্য অনুশীলনের ব্যবস্থা করে দিতে। টিম ম্যানেজার দত্তা মিথবাভকর বলছেন, ‘আজাজের স্ত্রীও যোগেশ্বরীর মেয়ে। ওর আত্মিয়রাও মুম্বইতে থাকে। তাই নিউজিল্যান্ড দলের আসার আগেই এখানে ও চলে এসেছিল। ও চেয়েছিল স্পিন উইকেটে বোলিং করতে। সেই মতো মুম্বই ক্রিকেট সংস্থার কর্তা নিলেশ ভোসলে ওর জন্য এমআইজি মাঠে অনুশীলনের ব্যবস্থা করে দেয়। সেখানে বৈভন আঙ্কোলেকরকে অনেকক্ষণ বোলিং করেন, ওর ব্যাটিংয়েও মুগ্ধ হন আজাজ। আমি আমার অ্যাকাডেমির ছেলেদের বলেছিলাম সেই সময় থাকার জন্য, ওদেরকেও লেফ্ট আর্ম স্পিন নিয়ে টিপস দেয় ও’।