চলতি বছরের প্রথমার্ধটা যদি ভারতীয় ক্রিকেট দলের কাছে সোনায় বাঁধানো ইতিহাসের মতোই হয় তাহলে দ্বিতীয়ার্ধটা অবশ্যই দুঃস্বপ্নের মতো। ভারতীয় দল জুন মাসের শেষে টি২০ বিশ্বকাপ জেতার পরই ধরে নেওয়া হয়েছিল, টিম ইন্ডিয়াই এখন সব ফরম্যাটের সবচেয়ে ধারাবাহিক দল। তবে এরপর শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ওডিআই সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হাররে সঙ্গে সঙ্গেই গৌতম গম্ভীর, রোহিত শর্মা যুগের সব থেকে খারাপ বিজ্ঞাপনই প্রকাশ পেল।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার বিপদে ভারত…ভিডিয়ো
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা ভারতের-
মাত্র ১ মাস আগের কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার ওপরে ভারত। একাধিক বিজ্ঞ প্রাক্তনীরা দাবি করছেন ভারতই সিরিজ জিতবে। অনেকটা সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার অপেক্ষায় রয়েছে কিউয়িরা, এমনই ভাবসাব। আর কয়েক সপ্তাহের মধ্যেই পাল্টে গেল চিত্রটা। ভারতে এসে তাঁদেরই হোয়াইটওয়াশ করে দিল নিউজিল্যান্ড। এখন ভারতই শীর্ষস্থান হারাল।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
গম্ভীর রোহিত জমানা পরপর ফ্লপ-
অনেক ঘটা করে ভারতীয় দলের দায়িত্বে কোচ করে আনা হয়েছিল গৌতম গম্ভীরকে। কিন্তু তিনি আসার পর ভারতীয় দলের যত ভালো রেকর্ড ছিল, সবই চার মাসের মধ্যে প্রায় ভেঙে দিয়েছেন। এবার তো ভারতকে সিরিজে হোয়াইটওয়াশ করে কিউয়ি অধিনায়কও বলে গেলেন, এখানে তাঁর দলের ছেলেরাই পরিবেশ ও উইকেটের সঙ্গে বেশি মানিয়ে নিয়েছে। আর সেই কাজে ফ্লপ ভারতীয় দল।
আমরা পরিবেশের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছি-
রোহিতদের লজ্জার সিরিজ হার উপহার দিয়ে টম লাথাম বলছেন, ‘ অসাধারণ জয়। ছেলেরা শেষ তিন টেস্ট জুরে অনবদ্য পারফরমেন্স দেখিয়েছে। আমরা খুব খুব খুশি। প্রত্যেক মাঠের সঙ্গেই আমরা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পেরেছি। বেঙ্গালুরুতে দেখেছিলাম দলের সিমাররা তাঁদের সেরাটা দিয়ে ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করেছিল। প্রয়োজন অনুযায়ী ক্রিকেটাররা তাঁদের থেকে সেরাটা বার করে এনেছে’।
অধিনায়কত্ব দিয়ে নয়, দলগত সংহতিতেই জয়-
টিম সাউদি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পর লাথামের ওপরই গুরু দায়িত্ব এসে বর্তেছিল। কেন উইলিামসনও ছিলেন না। ফলে খুব বেশি দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক ছিল না। আর এই বিষয়টা ইতিবাচক ভাবে কাজে লাগাল নিউজিল্যান্ড। দলের মধ্যে একতা এবং সংহতি কাকে বলে সেটাই বুঝিয়ে দিল কিউয়িরা।
স্বপ্নপূরণ হল, বলছেন লাথাম-
ভারতকে প্রথমবার হোয়াইটওয়াশ করা অধিনায়ক টম লাথাম আরও বলছেন, ‘আজাজ বরাবরই মুম্বইতে বোলিং করা পছন্দ করে। তবে এটা গোটা দলেরই অলরাউন্ড পারফরমেন্সে জয়। আমরা খুব সাধারণ রাখতে চেয়েছিলাম পরিবেশ, চাপ নিতে চাইনি। একটু বেশি স্বক্রিয় রেখেছিলাম নিজেদের। আমরা শ্রীলঙ্কাতে সিরিজ হারলেও অতটাও কিন্তু খারাপ খেলিনি। এখানে আজকে আমরা খুবই ভালো বোলিং করেছি। মেয়েদের টি২০ বিশ্বকাপ জেতার পর আমাদেরও এই সিরিজ জয়, এটা অনেকটা স্বপ্নপূরণের মতো’।