১৪ মাস পরে গোল করলেন নেইমার! স্যান্টোসের প্রত্যাবর্তনের পর প্রথম গোল করলেন ব্রাজিলের তারকা ফুটবলার। এই গোলের সঙ্গে ১৪ মাসের গোলখরা ভেঙে দিলেন নেইমার।
রবিবার ১৪ মাসেরও বেশি সময়ের পরে ফের গোল করলেন নেইমার। শৈশবের ক্লাব স্যান্টোসে ফিরে আসার পর প্রথম গোল করলেন ব্রাজিলের তারকা। ৩৩ বছর বয়সি এই তারকা সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে গোল করলেন। চতুর্থ ডিভিশনের আগুয়া সান্তাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্যান্টোস, দলের এই জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেন নেইমার।
স্যান্টোসে ফেরার পর প্রথম তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন নেইমার। তবে চতুর্থ ম্যাচে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের খাতা খোলেন তিনি। এটি স্যান্টোসের হয়ে তার ২২৯ ম্যাচে ১৩৭তম গোল। নেইমার ২০১৩ সালে বার্সেলোনায় যাওয়ার পর এবারই প্রথম স্যান্টোসের হয়ে গোল করলেন।
আরও পড়ুন … Champions Trophy 2025: ICC-র নিয়ম মেনে নিল BCCI! রোহিত-বিরাটদের জার্সিতে লেখা হল পাকিস্তান
এছাড়াও ২০২৩ সালের ৩ অক্টোবরের পর থেকে এটি ছিল নেইমারের প্রথম গোল। ২০২৩ সালের ৩ অক্টোবরে আল হিলালের হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মাজানদারানের বিরুদ্ধে গোল করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। জানুয়ারির শেষ দিকে, নেইমার তার সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নিজ দেশে ফিরে আসেন।
আরও পড়ুন … Champions Trophy 2025 থেকেই ফর্মে ফিরবেন কোহলি! ছাত্রকে নিয়ে কেন এমন বললেন বিরাটের কোচ?
পিএসজি থেকে ২০২৩ সালের অগস্টে আল হিলালে যোগ দেওয়ার পর, তিনি প্রতি মরশুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরো ($১০৩ মিলিয়ন) আয় করেছেন বলে জানা গেছে। তবে আল হিলালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর, ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তিনি গুরুতর হাঁটুর চোট পান। এক বছর মাঠের বাইরে থাকার পর, গত অক্টোবরে তিনি মাঠে ফিরে আসেন এবং আল হিলালের হয়ে আরও দুটি ম্যাচ খেলেন, কিন্তু পরে আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন নেইমার।
আরও পড়ুন … WPL 2025: অ্যাশলে গার্ডনারের অলরাউন্ড পারফরম্যান্স, UP Warriorz-র বিরুদ্ধে ৬ উইকেটে জিতল Gujarat Giants
রবিবারের ম্যাচে গোল করার পাশাপাশি নেইমার একটি অ্যাসিস্টও করেন, যা ব্রাজিলে ফেরার পর চার ম্যাচে তার প্রথম অ্যাসিস্ট। এ দিনের পারফমেন্সের পরে অনেকেই বলছেন এবার হয়তো আবার নিজের ফর্মে ফিরে আসবেন নেইমার। এখন দেখার নেইমার আগামীতে কী করেন?