অ্যান্টিগার কাছে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ত্রিনবাগো নাইট রাইডার্স। সোমবার চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ঝুলিয়ে দেওয়া বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নেয় কায়রন পোলার্ডের টিকেআর। ধ্বংসাত্মক ইনিংসে নাইট রাইডার্সকে ম্যাচ জেতান নিকোলাস পুরান। শুধু আফসোস একটাই যে, দল জয়ের লক্ষ্য পৌঁছে যাওয়ায় নিশ্চিত শতরান হাতছাড়া হয় পুরানের।
ত্রিনিদাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৩ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন ক্যাপ্টেন আন্দ্রে ফ্লেচার। তিনি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৬১ বলে ৯৩ রান করে সাজঘরে ফেরেন ফ্লেচার। মারেন ৪টি চার ও ৬টি ছক্কা।
সেন্ট কিটসের হয়ে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কাইল মায়ের্স। তিনি ৩০ বলে ৬০ রান করে ক্রিজ ছাড়েন। মারেন সাকুল্যে ৮টি চার ও ৩টি ছক্কা। রিলি রসউ ৪টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ২০ রান করেন। এভিন লুইস ২ ও মিকাইল লুইস ১০ রানের যোগদান রাখেন।
নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট দখল করেন ক্রিস জর্ডন। ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নেন জয়ডেন সিলস। আকিল হোসেন ৪ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট নেন। উইকেট পাননি আন্দ্রে রাসেল ও ডোয়েন ব্র্যাভো।
আরও পড়ুন:- NEP vs CAN: যুবরাজের নেতৃত্বে রঞ্জি খেলা ভারতীয় তারকার হাফ-সেঞ্চুরিতে ম্যাচ জিতল কানাডা
জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স ১৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। নিকোলাস পুরান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকান। তিনি শেষমেশ ৪৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ৭টি ছক্কা।
আরও পড়ুন:- LLC 2024: জলে গেল রায়নায় মারকাটারি ইনিংস, ধ্বংসাত্মক শতরানে শিখর ধাওয়ানদের জেতালেন মর্নি
জেসন রয় ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩৪ বলে ৬৪ রান করে আউট হন। মারেন ৬টি চার ও ৪টি ছক্কা। টিম ডেভিড ১৩ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। কায়রন পোলার্ড ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।
চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ৭ ম্যাচে মাঠে নেমে এই নিয়ে মোট ৫টি ম্যাচে জয় তুলে নেয় নাইট রাইডার্স। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নিকোলাস পুরান।