শুভব্রত মুখার্জি:- ওয়ানডে সিরিজের ব্যর্থতা যেন টি-২০ সিরিজেও পিছু ছাড়ল না বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজে লিড নিল অস্ট্রেলিয়া দল।
ওয়ানডে সিরিজের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে টি-২০ সিরিজে দলীয় ১০০ রানের গন্ডি পেরল বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতেও দলীয় ১০০ রানের গন্ডি পেরতে পারেনি বাংলাদেশ। সেই খরা কাটিয়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই দলীয় ১০০ রানের গন্ডি পেরল বাংলাদেশ দল।
এদিন ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম বলেই আউট হন দিলারা আক্তার। পরের ওভারেই আউট হন সোভানা মোস্তারি। এরপর অধিনায়ক নিগার সুলতানার দৃঢ়তার সঙ্গে ব্যাটিং শুরু করেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই দলীয় একশ রানের গন্ডি পেরিয়ে যায় বাংলাদেশ।
ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের করা ওই ১২৬ রান যে অজিদের কাছে খুব একটা চ্যালেঞ্জের হবে না তা জানাই ছিল। বাস্তবে হলও তাই। ৪২ বল বাকি থাকতে হাতে ১০ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যান অ্যালিসা হিলিরা। প্রথম টি-২০'তে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজে লিড নিল অস্ট্রেলিয়া। মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে।
ম্যাচে ৬৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চারে। মুর্শিদা খাতুন ও ফাহিমা খাতুনের সঙ্গে তিনি দুটি অর্ধশত রানের জুটি গড়েন। রান তাড়া করতে নেমে অ্যালিসা হিলি ও বেথ মুনির আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৩ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। হিলি মাত্র ৪২ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে বেথ মুনি অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ রান করে। বাংলাদেশ বোলিংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন তারা।
DC vs CSK, IPL 2024: দু-তিনটি শট এদিক-ওদিক হলেই… দিল্লির কাছে হেরেও মাথা নোয়াতে নারাজ রুতুরাজ
উল্লেখ্য এর আগে টি-২০'তে মাত্র একবারই ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। গত বছর টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে মাত্র দুটি টি-২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাদের সর্বোচ্চ রান ছিল ১০৭। আজকের ম্যাচে তারা সেই রানকে টপকে ১২৬ রান করে। যা তাদের সর্বোচ্চ রান অজিদের বিরুদ্ধে। অন্যদিকে অজিরা আন্তর্জাতিক টি-২০'তে এই নিয়ে চতুর্থবার ১০ উইকেটের জয় পেল।