প্রথম ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের দিকে এক পা বাড়িয়ে রেখেছিল বাংলাদেশ। মঙ্গলবার লিগের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে বিধ্বস্ত করে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। সেই সঙ্গে তারা মালয়েশিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়।
মঙ্গলবার কুয়ালা লামপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করে নট-আউট থাকেন জান্নাতুল। ৪৫ বলের সতর্ক ইনিংসে তিনি ৪টি চার মারেন।
১৯ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন সাদিয়া আক্তার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৬ বলে ১৯ রান করেন মোসাম্মত এভা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২১ বলে ২৬ রান করেন ফাহমিদা। তিনি ৩টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করেন ক্যাপ্টেন সুমাইয়া আক্তার।
মালয়েশিয়ার হয়ে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট নেন মার্সিয়া বিন্তি আবদুল্লা। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নেন নূর। উইকেট পাননি আর কেউ।
পালটা ব্যাট করতে নেমে মালয়েশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, ১২০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মালয়েশিয়া তোলে ৬ উইকেটে ৫৯ রান। তবে বাংলাদেশের বিরুদ্ধে তারা নিতান্ত সস্তায় অল-আউট হয়।
দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি মালয়েশিয়ার কোনও ব্যাটার। ওপেন করতে নেমে সব থেকে বেশি ৫ রান করেন আলিয়া। শূন্য রানে আউট হন ৩ জন ব্যাটার। ১ রান করে সংগ্রহ করেন চারজন ব্যাটার। ৩ রান করে সংগ্রহ করেন ২ জন। ২ রান করেন ১ জন। বাংলাদেশ অতিরিক্ত হিসেবে মালয়েশিয়াকে উপহার দেয় ১২ রান। অর্থাৎ, তাদের ১১ ব্যাটার মিলে সংগ্রহ করেন মোটে ১৭ রান।
বাংলাদেশের হয়ে ৩.৫ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন হাবিবা ইসলাম। ৪ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন আনিশা আক্তার। ম্যাচের সেরা হন জান্নাতুল।