মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল জানার পরেই দেশের রাজনৈতিকমহলে সব থেকে বেশি চর্চায় রয়েছেন নীতীশ কুমার। এনডিএ থেকে তাঁকে ভাঙিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসার প্রবল চেষ্টা শুরু হয়েছে। কারণটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোট শরিকদের উপর নির্ভর করতে হবে। সুতরাং, নীতীশ কুমারকে ভাঙিয়ে আনতে পারলে সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে ইন্ডিয়া জোটের সামনে।
রাজনীতিতে দলবদল নতুন কোনও ঘটনা নয়। বরং এদিক-ওদিক করা রাজনীতিবিদদের সংখ্যা বিস্তর। তবে সবার নজর এখন একজনের দিকেই। তিনি বিহারের নীতীশ কুমার। নীতীশ শেষমেশ জোটবদল করেন কিনা, সেটা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে রাজনীতির নীতীশ কুমারের আগেই যে ক্রিকেটের নীতীশ কুমার দলবদল করেছেন, সেটা হয়তো অনেকেরই জানা নেই।
এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ চলছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। যুগ্ম আয়োজক আমেরিকা তাদের প্রথম ম্যাচে দাপুটে জয়ে পেয়েছে কানাডার বিরুদ্ধে। আমেরিকার হয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন নীতীশ কুমার, যিনি আসলে কানাডার ক্রিকেটার।
১৯৯৪ সালে কানাডার অন্টারিওর স্কারবোরোতে জন্ম নীতীশ কুমারের। কানাডার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া নীতীশ ওদেশের সিনিয়র দলের হয়ে প্রথমবার একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার ওয়ান ডে খেলেন তিনি। কানাডার হয়ে নীতীশ শেষ ওয়ান ডে খেলেন ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তিনি কানাডার হয়ে ২০১১ ওয়ান ডে বিশ্বকাপেও অংশ নেন।
কানাডার হয়ে নীতীশ প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন ২০১২ সালের মার্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তিনি শেষবার কানাডার হয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ২০১৯ সালের অক্টোবরে। প্রতিপক্ষ ছিল আমিরশাহি।
এবার ২০২৪ সালের এপ্রিলে তিনি দল বদলে প্রথমবার মাঠে নামেন আমেরিকার হয়ে। মার্কিন দলের হয়ে নীতীশের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচের প্রতিপক্ষ ছিল তাঁর পুরনো দল কানাডা। সুতরাং, একদা কানাডার হয়ে ১৬টি ওয়ান ডে ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা নীতীশ কুমার দল বদলে এখন মাঠে নামছেন আমেরিকার হয়ে।
উল্লেখযোগ্য বিষয় হল, নীতীশ টি-২০ বিশ্বকাপেও প্রথম ম্যাচ খেলেন নিজের পুরনো দল কানাডার বিরুদ্ধে। সব দেখেশুনে নেটিজেনরা মস্করা শুরু হয়ে দিয়েছেন এই বলে যে, নীতীশ কুমার তো আগেই দল বদল করেছেন।