গোলাপি বলের টেস্টে আরও একবার পার্থ টেস্টেরই রিক্যাপ হল প্রথম ইনিংসে। ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ হল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল অলআউট হয়েছিল মাত্র ১৫০ রানে, এই টেস্টের প্রথম ইনিংসে অবশ্য টিম ইন্ডিয়া অলআউট হল একটু বেশি রানে, মানে ওই ১৮০ রান করল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ককে স্লেজিং করতে দেখা গেছিল ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে। বলেছিলেন স্টার্কের বল আসতে আসছে। স্টার্ক পাল্টা বলেছিলেন, এখন তিনি এসব স্লেজিংয়ে বেশি জবাব গেন না। সত্যি তিনি দেখালেন মুখে জবাব না দিয়ে তিনি মাঠে জবাব দিতেই বেশি পছন্দ করেন। অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই তিনি ফেরালেন যশস্বী জয়লওয়ালকে, তাও গোল্ডেন ডাকে।
লোকেশ রাহুল, শুভমন গিলরা একটু লড়লেন বটে। কিন্তু মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারলেন না কেউ। স্টার্ক তো একাই তুললেন পাঁচ উইকেট। বিরাট কোহলি থেকে লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি সকলেই শিকার স্টার্কের। যদিও টিম ইন্ডিয়ার হয়ে বুক চিতিয়ে লড়ে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি, মারলেন এমন সাহসী শট , যা দেখে অবাক হলেন অনেকেই।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের এই টেস্টে সব থেকে বেশি রান করলেন নীতীশ কুমার রেড্ডি। করলেন ৪২ রান। সময় এবং পরিস্থিতি যদি বিচার করা যায় তাহলে নীতীশ রেড্ডির ইনিংস কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যাবে। ৪২ রানের ইনিংসে মারলেন ৩টি চার এবং ৩টি ছয়। তার মধ্যে স্কট বোলান্ডকে এমন ছয় মারলেন, যা দেখে অনেকেই অবাক হয়ে গেলেন।
টিম ইন্ডিয়ার এই ব্যাটার তখন খেলছিলেন ভারতীয় দলের বোলার জসপ্রীত বুমরাহর সঙ্গে। ৪২তম ওভারের দ্বিতীয় বলে তিনি রিভার্স সুইপ শট খেলেন স্কট বোলান্ডকে। যেখানে গোলাপি বলে ভারতীয় ব্যাটাররা সোজা ব্যাটে খেলতে গিয়েই পরপর আউট হয়ে যাচ্ছেন, সেখানেই নীতীশ রেড্ডি রিভার্স সুইপে ছয় মেরে সকলকে তাক লাগিয়ে দেন। তিনি তখন ব্যাটিং করছিলেন ব্যক্তিগত ২৩ রানে। এরপর তিনি করেন ৫৪ বলে ৪২ রান, শেষ পর্যন্ত স্টার্কের বলেই আউট হন তিনি।
প্রসঙ্গত এই টেস্টে শুধু প্রথম ইনিংসে নীতীশ রেড্ডির ভালো পারফরমেন্সের দিয়ে বিচার করলেন হবে না। প্রথম টেস্টেও যখন ভারতীয় দলের অবস্থা করুণ ছিল তখনও লড়াকু ৪২ রানের ইনিংস খেলেছিলেন নীতীশ। যদিও প্রথম টেস্টে তাঁর খেলতে নামার আগে প্রাক্তনীদের প্রশ্ন ছিল, এমন অনভিজ্ঞ কাউকে কেন সরাসরি এমন বড় সিরিজে সুযোগ দেওয়া হচ্ছে, যদিও কেন তাঁকে সুযোগ দেওয়া হয়েছে সেটা তিনি প্রমাণ করে দিলেন।