কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি বেঁধে হরভজন সিং যে কৃতিত্ব অর্জন করেন ২০০৮ সালে, ১৬ বছর পরে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে সেই রেকর্ড প্রায় ভেঙে দিয়েছিলেন নীতীশ রেড্ডি। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে আক্ষরিক অর্থেই ইতিহাসের দোরগোড়া থেকে ফেরে নীতীশ-ওয়াশিংটন জুটি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভারতের হয়ে অষ্টম উইকেটের জুটিতে সব থেকে বেশি রান যোগ করার সর্বকালীন রেকর্ড থেকে মাত্র ২ রান দূরে থেমে যান নীতীশ-ওয়াশিংটন। মেলবোর্নের প্রথম ইনিংসে ভারতীয় দল ২২১ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসে। তার পরেই ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে পালটা লড়াই শুরু করেন নীতীশ। তৃতীয় দিনের চায়ের বিরতির আগেই ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন দু'জনে। শেষমেশ দলগত ৩৪৮ রানের মাথায় আউট হন ওয়াশিংটন সুন্দর। সুতরাং, মেলবোর্নে অষ্টম উইকেটের জুটিতে সুন্দর ও নীতীশ যোগ করেন ১২৭ রান।
মেলবোর্নে তৃতীয় দিনের চায়ের বিরতির পরে ভারতের হয়ে টেস্টে অষ্টম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নিরিখে হরভজন ও কুম্বলের নজির টপকান নীতীশরা। তবে তাঁরা থেমে যান সচিনদের সর্বকালীন রেকর্ডের ঠিক গোরগোড়ায়। অর্থাৎ, সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় সুন্দর-নীতীশের লড়াই।
উল্লেখ্য, সচিন ও হরভজন ২০০৮ সালে সিডনি টেস্টের প্রথম ইনিংসে অষ্টম উইকেটে ১২৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সেই সিরিজেই অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে কুম্বলে ও হরভজন অষ্টম উইকেটে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন।
অস্ট্রেলিয়ায় টেস্টে অষ্টম উইকেটে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ
১. সচিন তেন্ডুলকর ও হরভজন সিং- ১২৯ রান (সিডনি, ২০০৮)।
২. নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর- ১২৭ রান (মেলবোর্ন, ২০২৪)।
৩. অনিল কুম্বলে ও হরভজন সিং- ১০৭ রান (অ্যাডিলেড, ২০০৮)।
মেলবোর্নে নীতীশ রেড্ডির ব্যক্তিগত পারফর্ম্যান্স
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে নীতীশ রেড্ডি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ১৭১ বলে। সাহায্য নেন ১০টি চার ও ১টি ছক্কার। তৃতীয় দিনের শেষে নীতীশ অপরাজিত থাকেন ১৭৬ বলে ১০৫ রান করে।
মেলবোর্নে ওয়াশিংটন সুন্দরের ব্যক্তিগত পারফর্ম্যান্স
ওয়াশিংটন সুন্দর মেলবোর্নে ১টি বাউন্ডারির সাহায্যে ১৪৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ১৬২ বলে ৫০ রান করে আউট হন।