রবিবার ১৬ ফেব্রুয়ারি আইপিএল ২০২৫-এর ১৮তম সংস্করণের সূচি ঘোষণা করা হয়েছে। আইপিএল ২০২৫-এর সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এবারের আইপিএল শুরু হবে ২২ মার্চ কলকাতায়। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), যা অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স (MI) IPL 2025-এ তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ চেন্নাইয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চেন্নাই সুপার কিংস (CSK)। তবে, এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন না। এর পিছনে রয়েছে একটা বড় কারণ।
হার্দিক পান্ডিয়ার নিষেধাজ্ঞা ও জরিমানা-
হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪-এর শেষ গ্রুপ পর্বের ম্যাচে (মুম্বই বনাম লখনউ সুপার জায়ান্টস) ধীর ওভার রেট বজায় রাখার কারণে ৩০ লক্ষ টাকা জরিমানা গুনেছিলেন। সেই সঙ্গে তাকে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল। ২৯ মার্চ গুজরাট টাইটানসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন হার্দিক পান্ডিয়া।
IPL-র তরফ থেকে কী বলা হয়েছে?
আইপিএলের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হার্দিক পান্ডিয়া, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক, ধীর ওভার রেটের কারণে আইপিএল ২০২৪-এর কোড অব কন্ডাক্ট অনুযায়ী জরিমানা করা হয়েছে। যেহেতু এটি তার দলের তৃতীয় অপরাধ, তাই তাকে ৩০ লক্ষ টাকা জরিমানা এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’ এছাড়াও, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবসহ দলের অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫০% বা সর্বনিম্ন ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে কে হবেন অধিনায়ক?
হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে অনুপস্থিত থাকায়, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। সম্ভাব্য তিনজনের মধ্যে একজন অধিনায়ক হতে পারেন। এই তালিকায় সবার উপরে রয়েছেন রোহিত শর্মা। হিটম্যান যিনি পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল ট্রফি জিতিয়েছেন। এরপরে রয়ছেন জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা বোলার ভারতীয় দলের হয়েও নেতৃত্ব সামলেছিলেন, ফলে বুমরাহকেও টিম ম্যানেজমেন্ট নেতা করতে পারে। এছাড়াও এই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ককেও দলের নেতাকরাহতে পারে।
আরও পড়ুন … IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ ডাবল ধামাকা SRH vs RR ও CSK vs MI
IPL 2025-এ মুম্বই কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে?
মুম্বই ইন্ডিয়ান্সকে কে নেতৃত্ব দেবেন? তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আইপিএল ২০২৫ সূচি ও গুরুত্বপূর্ণ তথ্য। আইপিএল ২০২৫ শুরু হবে ২২ মার্চ, কলকাতায়। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে KKR ও RCB। প্রথম ডাবল-হেডার (একদিনে দুটি ম্যাচ) ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)-এর ম্যাচের পরে মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে, ইডেন গার্ডেন্স, কলকাতায়। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচ হবে ২০ ও ২১ মে, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবারের আইপিএল বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে, আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাঠের লড়াই দেখার জন্য।