শুভব্রত মুখার্জি:- শুক্রবার রাতে চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে হায়দরাবাদ। ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে রাজস্থান রয়্যালস সেইভাবে প্রতিরোধ গড়েই তুলতে পারেনি। যদিও প্রথমভাগে তাদের বোলাররা খারাপ বোলিং করেননি। মূলত রাজস্থান বোলারদের কারণেই হায়দরাবাদ ১৮০ রান করতে পারেনি।
আরও পড়ুন… IPL 2024 KKR: বেঙ্কটেশ আমার সঙ্গে তামিল ভাষায় কথা বলে, আর আমি হিন্দিতে- শ্রেয়স আইয়ার
রাজস্থান বোলারদের মধ্যে বেশ ভালো বোলিং করেছেন সন্দীপ শর্মা। ধারাভাষ্য দেওয়ার সময়ে সন্দীপের ভালো বোলিং পারফরম্যান্স নজর এড়ায়নি কিংবদন্তি সুনীল গাভাসকরের। জাতীয় নির্বাচকদেরও তিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সন্দীপের পারফরম্যান্সের দিকে। তাঁর মতে জাতীয় দলে সন্দীপকে নির্বাচনের বিষয়ে ভাবতে নির্বাচকদের অনুরোধ জানালেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন… IPL 2024: ৪৮ হাজার ৭ নম্বর জার্সি! ধোনির ফ্যান ফলোয়িং দেখে অবাক হয়ে গিয়েছিলেন ল্যাঙ্গার
চেন্নাইতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার চলাকালীন সুনীল গাভাসকরকে বলতে শোনা যায়, ‘যখন কেউ ১৪০ কিমি প্রতি ঘণ্টায় বল করে আমরা তখন তাঁকে নিয়ে পড়ে যাই । যেন গতিই সবকিছু পেস বোলিংয়ে। লাইন, লেন্থে বোলিং করাও যে একটা বড় অস্ত্র হতে পারে সেটা ভুলেই যাই। গতিকে আমরা সবসময়ে বাড়িয়ে চাড়িয়ে দেখানোর চেষ্টা করি। তাই গতি একটু কম বলে ওঁর (সন্দীপ শর্মা) কথা কেউ বলে না যে ভারতের হয়ে সম্ভাব্য পেসারদের অন্যতম হয়ে উঠতে পারে। দেখুন কত ভালো স্লোয়ার বল রয়েছে ওঁর হাতে। ওঁর বোলিংয়ের মধ্যে দিয়ে সবসময়ে বোঝা যায় যে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে ও বোলিং করে।নির্বাচকদের ওঁকে জাতীয় দলে নির্বাচনের বিষয়টা ভেবে দেখা উচিত।’
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচ হারলেও সঞ্জুর গলায় সন্দীপের প্রশংসা! তুলনা করলেন বুমরাহর সঙ্গে
রাজস্থান রয়্যালসের হয়ে এই মরশুমের আইপিএলে সন্দীপ শর্মা ১১ টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১৩ টি উইকেট। যার মধ্যে ৩১ বছর বয়সী এই পেসার একটি ম্যাচে পাঁচ উইকেটও নিয়েছেন। কোয়ালিফায়ার-২'তে রাজস্থান রয়্যালস হারলেও ওই ম্যাচে বেশ ভালো বল করেছেন সন্দীপ। ২৫ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। ট্র্যাভিস হেড এবং এনরিখ ক্লাসেনের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তিনি নেন। যদিও ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার কারণে রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত হেরে গিয়েছে ৩৬ রানের ব্যবধানে। তবে ৩১ বছর বয়সি সন্দীপের ধারাবাহিক পারফরম্যান্স চোখ এড়ায়নি সুনীল গাভাসকরের। এখন জাতীয় নির্বাচকদের প্রতি সন্দীপের জন্য তাঁর এই আর্জি আদৌও পেসারের পক্ষে সহায়ক হয় কিনা তা সময় বলবে।