শুভব্রত মুখার্জি:- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে নিজেদের 'হোম' টেস্ট খেলবে আফগানিস্তান দল। গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই 'ওয়ান অফ' টেস্ট ম্যাচটি। এই টেস্ট ম্যাচে আফগানিস্তান পাবে না তাদের তারকা স্পিনার রশিদ খানকে। তাঁর অনুপস্থিতিতে এই টেস্টে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহিদি।
মঙ্গলবার এই খবরটি নিশ্চিত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ এসিবির তরফে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'ওয়ান অফ' টেস্টের প্রাথমিক ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই রশিদ খান।
রশিদ খানের ঠিক কি হয়েছে সেই বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে তাঁর পুরনো চোটের কারণে তিনি সমস্যায় আছেন। তাঁর পিঠ এবং কোমরের দিকে মাংস পেশিতে চোট রয়েছে জানা যাচ্ছে। আর সেই কারণেই তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্টের প্রাথমিক দলে রাখা হয়নি।
রশিদ খান দলের হয়ে একজন স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে তিনি কার্যকরী ভূমিকা পালন করেন। এছাড়াও তাঁর লেগ স্পিন বোলিং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাল বলের ফর্ম্যাটে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। পাঁচটি টেস্ট খেলে নিয়েছেন ৩৪টি উইকেট। গড় মাত্র ২২.৩৫। যার মধ্যে রয়েছে চার ইনিংসে পাঁচটি করে উইকেট নেওয়ার নজির।
২০২১ সালে তিনি আফগানিস্তানের হয়ে শেষবার লাল বলের ফর্ম্যাটে খেলেছিলেন। আবু ধাবিতে সেই টেস্ট আফগানিস্তান খেলেছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওই টেস্টে রশিদ খান একাই নিয়েছিলেন ১১টি উইকেট। পাশাপাশি রশিদ একজন বেশ ভালো ব্যাটারও। টেস্টে পাঁচ ম্যাচে তিনি একটি অর্ধশতরানও করেছেন। তবে রশিদ খান একা নন, এই টেস্টের দলে নেই কেকেআরের হয়ে খেলা রহমানউল্লাহ গুরবাজও। জায়গা পাননি করিম জানাত। তবে হাশমতউল্লাহ শাহিদির দলে রয়েছেন গুলবদিন নায়েব, রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই।
আপাতত ২০ সদস্যের প্রাথমিক দল বাছা হয়েছে। এখান থেকে ১৫ সদস্যের চূড়ান্ত দল বাছা হবে। গ্রেটার নয়ডাতে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প চলবে আফগানিস্তানের। সেই ক্যাম্প শেষে ১৫ সদস্যের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। ২৮ অগস্ট ভারতে আসছে আফগানিস্তান দল। এর পরের দিন থেকে শুরু হবে তাদের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প।
প্রসঙ্গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের টেস্ট। সাদা বলের ফর্ম্যাটে ওডিআই এবং টি-২০'তে শেষ কয়েক বছর দুরন্ত পারফরম্যান্স করছে আফগানিস্তান দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা আইসিসি টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে এই ২০২৪ সালেই। এবার পালা লাল বলের ফর্ম্যাটে নিজেদেরকে প্রমাণ করা।
আফগানিস্তানের ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বহির শাহ মাহমুদ, গুলবদিন নায়েব, ইকরম অলিখিল, শাহিদউল্লাহ কামাল, আফসার জাজাই, আজমাতউল্লাহ ওমরজাই, জিয়াউররহমান আকবর, কায়েস আহমেদ, জাহির খান, নিজাদ মাসুদ, ফরিদ আহমেদ মালিক, নাভিদ জাদরান, খলিল আহমেদ এবং ইয়ামা আরব।