সেই ইংল্যান্ড সিরিজ থেকে একই ফর্মুলায় প্রতিপক্ষকে বিপর্যস্ত করার কাজ জারি রেখেছে পাকিস্তান। সাফল্য মিলছে বলে চেনা ছক থেকে বেরিয়ে আসতে নারাজ শান মাসুদরা।
ঘরের মাঠে ফের ঘূর্ণি পিচে টেস্ট খেলার সুবিধা আদায় করে নিল পাকিস্তান। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্য সঙ্গ দেয়নি তাদের। তা সত্ত্বেও ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে নিতান্ত সস্তায় গুটি দেয় পাকিস্তান। টেস্টের প্রথম দিনের পিচে পাক স্পিনাররা একতরফা দাপট দেখান। ফলে কোনও রমকে দেড়শো টপকে অল-আউট হয় টস জিতে শুরুতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান যথারীতি অফ-স্পিনার সাজিদ খানকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করায়। নতুন বলে মোটে ৩ ওভার বল করার সুযোগ পান পেসার কাসিফ আলি। যদিও তিনি মিকাইল লুইসকে (৪) ফিরিয়ে ইতিহাস গড়েন বলা যায়। দীর্ঘদিন পরে ঘরের মাঠে টেস্ট উইকেট নেন কোনও পাক পেসার। তবে বাকি কাজটা নিরুপদ্রবে সম্পন্ন করেন পাক স্পিনাররা।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে একসময় ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে। তারা ৮ উইকেট হারায় দলগত ৫৪ রানের মাথায়। টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে গুড়াকেশ মোতি ক্যারিবিয়ানদের ১০০ রানের গণ্ডি পার করান। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৩ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৪১.১ ওভার। সেদিক থেকে বলা যায় যে, ক্যারিবিয়ানদের লেজ ছাঁটতে দেরি করে ফেলে পাকিস্তান।
নয় নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি গুড়াকেশ মোতির
ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন ব্যাটার দলের হয়ে সব থেকে বেশি রান করেন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে গুড়াকেশ মোতি অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৮৭ বলে ৫৫ রান করে আউট হন। মোতি ৪টি চার মারেন। ১০ নম্বরে ব্যাট করতে নেমে কেমার রোচ করেন ৪৫ বলে ২৫ রান। তিনি ২টি চার মারেন। ১১ নম্বরে ব্যাট করতে নেমে জোমেল ওয়ারিকান ৪০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া কাভেম হজ ৩৮ বলে ২১ রান করে মাঠ ছাড়েন। তিনি ১টি চার মারেন। ক্রেগ ব্রাথওয়েট ৯ ও জাস্টিন গ্রেভস ১ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি আমির জাঙ্গু, আলিক আথানাজে, তেভিন ইমলাচ ও কেভিন সিলক্লেয়ার।
দুরন্ত হ্যাটট্রিক নোমান আলির
নোমান আলি ১৫.১ ওভারে ৩টি মেডেন-সহ ৪১ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন। তিনি ইনিংসের ১২তম ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে (১১.১, ১১.২ ও ১১.৩ ওভারে) পরপর সাজঘরে ফেরান জাস্টিন গ্রেভস, তেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে। সেই সুবাদে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন নোমান।