বাংলা নিউজ > ক্রিকেট > Rahul Dravid: ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের হার নয়, ভারতের কোচ হিসেবে লোয়েস্ট পয়েন্টের কথা জানালেন দ্রাবিড়

Rahul Dravid: ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের হার নয়, ভারতের কোচ হিসেবে লোয়েস্ট পয়েন্টের কথা জানালেন দ্রাবিড়

ভারতের কোচ হিসেবে আক্ষেপের কথা জানালেন দ্রাবিড়। ছবি- এপি।

ভারতের হেড কোচ থাকাকালীন কোন সিরিজ জিততে না পারার অক্ষেপ থেকে যাবে তাঁর, রাখঢাক না করে স্পষ্ট জানালেন দ্রাবিড়।

২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফর্ম্যান্সের পরে রবি শাস্ত্রীর হাত থেকে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তিনি ভারতের হেড কোচের পদ ছাড়েন ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরে। মাঝের সময়ে ভারতের হেড কোচ হিসেবে উত্থান-পতনের সাক্ষী থেকেছেন দ্রাবিড়। তবে রোহিতদের কোচ হিসেবে রাহুলের শেষটা হয়ে থাকে স্মরণীয়।

দ্রাবিড়ের কোচিংয়ে ভারত ৩টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ট্রফি দিয়ে ভারতীয় দল বিদায় জানায় দ্রাবিড়কে।

ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের সব থেকে উজ্জ্বল মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে টি-২০ বিশ্বকাপ জয়। তবে সব থেকে হতাশাজনক স্মৃতির মধ্যে নিশ্চিতভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হার জায়গা করে নেবে।

ভারতের হেড কোচের চেয়ার ছাড়ার পরে দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয় তাঁর কোচিং কেরিয়ারের সব থেকে নেতিবাচক মুহূর্তের কথা। মনে করা হচ্ছিল যে, রাহুল হয়ত মনে মনে পুষে রেখেছেন ওয়ান ডে বিশ্বকাপ না জিততে পারার স্মৃতি। বাস্তব ছবিটা যে তেমনটা নয় মোটেও, সেটা বোঝা যায় দ্রাবিড়ের কথাতেই।

আরও পড়ুন:- Buchi Babu Fixtures: মুম্বইয়ের হয়ে নামছেন সূর্যকুমার, খেলবেন ইশান কিশানও, বুচি বাবু টুর্নামেন্ট শুরু কবে? দেখুন সূচি

স্টার স্পোর্টসের আলোচনায় দ্রাবিড় জানান, ২০২১-২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জিততে না পারার অক্ষেপ তাঁর থেকেই যাবে। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট সিরিজ জিততে না পারাকেই ভারতের কোচ হিসেবে নিজের সব থেকে নেতিবাচক স্মৃতি হিসেবে বর্ণনা করেন দ্রাবিড়।

আরও পড়ুন:- Paris Olympics Wrestling: ১-১ পয়েন্টে ড্র করেও কুস্তির কোয়ার্টার ফাইনালে হারলেন রীতিকা, ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে কি?

রাহুল বলেন, ‘যদি আমার কোচিং কেরিয়ারের লোয়েস্ট পয়েন্টের কথা জানতে চান, তবে আমি বলব সেটা হল আমার কেরিয়ারের শুরুর দিকের দক্ষিণ আফ্রিকা সিরিজ। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আমরা সেঞ্চুরিয়নের প্রথম টেস্ট জিতি। তবে তার পরেই দ্বিতীয় ও তৃতীয় টেস্টে আমাদের হারতে হয়। আপনারা জানেন যে, আমরা দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জিতিনি। আমাদের কাছে ওদেশে সিরিজ জয়ের সেটা ছিল সুবর্ণ সুযোগ।’

আরও পড়ুন:- Paris Olympics TT: ইতিহাস গড়েও পদক আসেনি মনিকাদের, টেবিল টেনিসে কেমন খেলল ভারত?

দ্রাবিড় পরক্ষণেই বলেন, ‘আমাদের কিছু সিনিয়র ক্রিকেটার সেই সিরিজে ছিল না। রোহিত শর্মার চোট ছিল। তা সত্ত্বেও আমরা ওই ২টি টেস্ট ম্যাচে জয়ের খুব কাছেই ছিলাম। তৃতীয় ইনিংসে আমাদের সামনে ভালো সুযোগ ছিল। ভালো মতো টার্গেট সেট করতে পারলেই জেতা যেত। তবে দক্ষিণ আফ্রিকা ভালো খেলে। ওরা শেষ ইনিংসে রান তাড়া করে জিতে যায়।’

ক্রিকেট খবর

Latest News

ভয়কে জয়, আন্দোলন থেকে সরছি না, অকপট জুনিয়র ডাক্তার, বাংলায় রাজনীতির নয়া দিশা? বিরাট কোহলি কে? ক্রিকেট কী? ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সকলেই! সামনে উঠে এল আসল সত্য জঙ্গলমহল, পাহাড়, ব্যারাকপুরকে 'ঠান্ডা' করেছেন- সেই মনোজ পারবেন কলকাতাকে সামলাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত! কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে… চাইলেন সূর্যকুমার যাদব হতে! দলকে ডুবিয়ে,লোক হাসিয়ে মাঠ ছাড়লেন পাক ক্রিকেটার… ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করে বলল CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.