নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হয়ে অধিনায়ক এবং ব্যাটার হিসেবে নিজের দায় স্বীকার করলেন রোহিত শর্মা। কোনওরকম রাখঢাক না করে রবিবার ওয়াংখেড়ে টেস্টে হারের পরে (এই প্রথমবার তিন টেস্ট বা বেশি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত) ভারতীয় অধিনায়ক রোহিত জানান যে এই সিরিজে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি। অধিনায়কত্বের ক্ষেত্রেও খামতি ছিল। খামতি ছিল ব্যাটার হিসেবেও। ভারতীয় অধিনায়কের কথায়, ‘ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’
দল হিসেবে ব্যর্থ হয়েছি, মত রোহিতের
তবে শুধু তিনি বা কোনও একজন সদস্য নন, দল হিসেবেই তাঁরা ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন রোহিত। তিনি বলেন, ‘এই ম্যাচে যে লক্ষ্যমাত্রা পেয়েছিলাম আমরা, সেটা তাড়া করে জেতা যেত। আমাদের একটাই কাজ করতে হত, সেটা হল যে নিজেদের দক্ষতাকে প্রয়োগ করতে হত। যে কাজটা করতে আমরা দলগতভাবে ব্যর্থ হয়েছি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এরকম কন্ডিশনে নিজেদের সেরা ক্রিকেট খেলিনি আমরা। আর সেটার ফলই ভুগছি।’
'এই হারটা হজম করা সহজ হবে না'
আর সেই বিষয়টা হজম করা কঠিন হবে বলে জানান রোহিত। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরে ভারতীয় অধিনায়ক বলেন, ‘একটা (টেস্ট সিরিজ) হেরে যাওয়া, একটা টেস্ট ম্যাচ হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কখনওই সহজ নয়। এটা সহজে হজম করা যাবে না। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা সেটা জানি। আমরা এটাও মেনে নিয়েছি যে আমরা নিজেদের সেরা খেলাটা খেলিনি। পুরো সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে। পুরো সিরিজেই আমরা ভুলের পর ভুল করে গিয়েছি। যেটা আমাদের স্বীকার করতেই হবে।’
পন্ত-ওয়াশিংটনদের খেলাই ‘ইতিবাচক’ দিক, মত রোহিতের
তবে সেই অন্ধকার গলিতে আলো হিসেবে ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দরদের মতো তরুণদের তুলে ধরেছেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তাড়া করতে গিয়ে ভারত যে ১২১ রানে অল-আউট হয়ে গিয়েছে, তার অর্ধেকের বেশি রান এসেছে পন্তের ব্যাট থেকে। ৫৭ বলে ৬৪ রান করেন। ব্যাট হাতে বেশ ভালো ছন্দে দেখিয়েছে ওয়াশিংটনকে। যিনি বল হাতে রবিচন্দ্রন অশ্বিনদেরও টেক্কা দিয়েছেন।
সেই তরুণদের প্রশংসা করে রোহিত বলেন, ‘ওরা (পন্ত এবং ওয়াশিংটন) দেখাল যে এই পিচে কীভাবে ব্যাটিং করতে হবে। (এরকম পিচে) আপনাকে কিছুটা এগিয়ে থাকতে হবে। আর ওরকম পিচে খেলার সময় কিছুটা বেশি সক্রিয় থাকতে হবে। যে বিষয়টা আমরা সকলে জানি। আমরা সেই বিষয়টা নিয়ে বহুবার আলোচনাও করেছি।'
রোহিত আরও বলেন, 'তিন-চার বছর ধরে আমরা এরকম পিচে খেলেছি। তাই আমরা জানি যে কী করতে হবে। এটা এমন একটা সিরিজ গেল, যেখানে সেই বিষয়টা সফল হয়নি। আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি। কিন্তু সেটা কাজে আসেনি। আর সেই কারণেই এই সিরিজে আমরা পিছিয়ে থেকেছি।’