বাংলা নিউজ > ক্রিকেট > সচিন, গাভাসকর বা কোহলি নন! দেখে নিন গম্ভীরের নজরে ভারতের সেরা ক্রিকেটার কে?

সচিন, গাভাসকর বা কোহলি নন! দেখে নিন গম্ভীরের নজরে ভারতের সেরা ক্রিকেটার কে?

দেখে নিন গৌতম গম্ভীরের নজরে ভারতের সেরা ক্রিকেটার কে?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান এবং বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর প্রায়ই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি এমন একটি কথা বললেন যা শুনে রেগে যাবেন সচিন বা কোহলির ভক্তরা। গাভাসকরের ফ্য়ানরাও হয়তো গম্ভীরের এই কথা মানতে পারবেন না।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান এবং বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর প্রায়ই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি এমন একটি কথা বললেন যা শুনে রেগে যাবেন সচিন বা কোহলির ভক্তরা। গাভাসকরের ফ্য়ানরাও হয়তো গম্ভীরের এই কথা মানতে পারবেন না। আসলে একটি সাক্ষাৎকারের সময়, প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বকালের সেরা ভারতীয় ব্যাটসম্যান কে? এবং তাঁকে তিনি কেন সেরা হিসাবে বাছবেন? গম্ভীরকে তিনটি বিকল্প দেওয়া হয়েছিল। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকরের নাম বলা হয়েছিল। উত্তরে গম্ভীর বলেন, ‘যুবরাজ সিং’। আসলে গম্ভীরের মতে যুবরাজই হলেন ভারতের সেরা ব্যাটার। যুবরাজ সিং ২৭৮টি ওডিআই ইনিংসে ৩৬.৫৫ গড়ে ৮,৭০১ রান করেছেন। ওডিআই ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১৪টি শতরান।

আসলে ভারতের সেরা অল ফর্ম্যাটের খেলোয়াড় এবং টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ওপেনারের কথা বলা হলে গৌতম গম্ভীরের নাম নিঃসন্দেহে আলাদা জায়গা পাবে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এবং কলকাতা নাইট রাইডার্স দলে নিজের আলাদা একটা ছাপ রেখে গিয়েছেন গম্ভীর। সেই গম্ভীর নে করেন ভারতীয় ক্রিকেটের সেরা ব্য়াটার সচিন বা কোহলি নন, এমনকি তার পছন্দের তালিকাতে নেই সুনীল গাভাসকরের নাম। গম্ভীরের ভোট একেবারেই যুবরাজের পক্ষে পড়েছে। আসলে, মোটিভেশনাল স্পিকার এবং ব্যবসায়িক প্রশিক্ষক বিবেক বিন্দ্রার শোতে গৌতম গম্ভীর অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। একই সাক্ষাৎকারের সময়, দ্রুত রাউন্ডে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সমস্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা খেলোয়াড় কে?

সমস্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা খেলোয়াড় কে প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুবরাজ সিংয়ের নাম নিয়েছিলেন গৌতম গম্ভীর। যুবরাজ সিং ভারতকে দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। ২০১১ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন যুবি। তবে মজার বিষয় হল, যখন সঞ্চালক গম্ভীরকে জিজ্ঞাসা করেছিলেন সমস্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা খেলোয়াড় কে? তখন তিনি তাঁকে তিনটি অপশন দিয়েছিলেন। যেখানে সচিন, কোহলি ও গাভাসকরের নাম বলা হয়েছিল। সেই সময়ে সঞ্চালক যুবরাজ সিংয়ের নাম পর্যন্ত নেননি।

এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার এবং সুনীল গাভাসকরের মধ্যে কাউকে বেছে নেননি গম্ভীর। তিনি সরাসরি যুবরাজের নাম নেন। সেই সময়ে তাঁকে দেশের সেরা অধিনায়কের নাম জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের পরে গৌতম গম্ভীরকে তিনটি অপশান দেওয়া হয়েছিল। এই তালিকায় ছিলেন এমএস ধোনি, কপিল দেব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। তবে তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেননি গম্ভীর। গম্ভীরের চোখে সেরা অধিনায়ক কে জিজ্ঞাসা করা হলে তিনি তখন অনিল কুম্বলের নাম নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন