শুক্রবার দিন অস্ট্রেলিয়ার রড লেভার এরিনার দর্শকরা অবাক হয়ে যায় যখন প্রথম সেটের পর সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ সেমিফাইনালে প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দিলেন। চোটের জন্য আর খেলা চালিয়ে যেতে পারেননি বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিক। ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছলেনজেরেভ।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
প্রথম সেটেই দেখে মনে হচ্ছিল জোকারের খেলায় কিছুটা জড়তা রয়েছে। সেই কারণে প্রথম সেটটি তিনি হারেন ৬-৭ ফলে। এরপরই তিনি সবাইকে অবাক করে দিয়ে সরে দাঁড়ান। এরপরই সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, তাঁর পেশীতে চোট রয়েছে। সেটা তিনি অস্ট্রেলিয়া ছাড়ার পরই চিকিৎসকদের দেখাবেন এবং পরামর্শ নেবেন।
অস্ট্রেলিয়ার দর্শকরা অবশ্য জোকারের চোটের জেরে সরে দাঁড়ানো দেখেও তাঁকে বুইং করতে থাকে, যা দেখে পাল্টা জোকার স্রেফ থাম্পস আপ দেখান। জেরেভ চেষ্টা করছিলেন দর্শকদের চুপ করানোর, যাতে তাঁরা জকোভিচকে বু না করে। কার্লোস আলকারাজের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচেই প্রথম চোট পান জকোভিচ, যদিও প্রাক্তন খএলোয়াড় জন ম্যাকেনরয় দাবি করেছিলেন জোকার আসলে চোটের নাটক করেছেন।
নতুন মরশুমের জন্য জকোভিচ নিজের কোচ করে এনেছিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। যিনি ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পরই অবসর নেন। মেলবোর্নে নামার আগেই বিশ্বের ১ নম্বর টেনিস তারকার কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন মারে। তিনি জকোভিচের ম্যাচের সময় কোচের আসনে বসেও ছিলেন। জকোভিচের সরে দাঁড়ানো দেখে অত্যন্ত বিরক্তি দেখা যায় মারের চোখে মুখে।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
অ্যান্ডি মারে কি আগামী দিনেও কোচ থাকবেন, এই প্রশ্ন আসতেই জোকার বলেন, ‘আমি জানি না, আমরা খুবই অসন্তুষ্ট ছিলাম যেটা হয়েছে সেটা দেখে। আমি এখনই ভবিষ্যৎ নিয়ে কথা বলিনি। আমরা সবে শুরু করেছি, তাই অ্যান্ডি মারেকে ধন্যবাদ দেব এখানে আসার জন্য এবং ইতিবাচক ফিডব্যাক দেওয়ার জন্য। এরকমভাবে ছিটকে যাওয়ার পর দ্রুত কোনও সিদ্ধান্তই নিতে চাইনি, একটু সময় প্রয়োজন কুলিং অফের জন্য। তারপরই ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবব ’।
একদা প্রবলতর প্রতিপক্ষ ছিলেন দুজনে, কিন্তু সাম্প্রতিক সময় তাঁরাই বন্ধু হয়ে গেছেন। ৩৬বারের সাক্ষাৎে জকোভিচ জিতেছেন মারের বিরুদ্ধে ২৫বার, ১১বার জিতেছেন অ্যান্ডি মারে। ক্লে কোর্টে জকোভিচ এগিয়ে ৫-১, হার্ড কোর্টে ২০-৯তে। গ্রাস কোর্টে অবশ্য মারে এগিয়ে ২-০তে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।