আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে লেজেন্ডস লিগে মাঠে নেমেছেন শিখর ধাওয়ান। এবার নেপাল প্রিমিয়র লিগে খেলতে নেমে ধাওয়ান বুঝিয়ে দিলেন যে, চাইলে অনায়াসে আইপিএল খেলা চালিয়ে যেতে পারতেন কয়েক বছর।
সোমবার জনকপুর বোল্টসের বিরুদ্ধে কর্নালি ইয়াকসের হয়ে ব্যাট করতে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করে আউট হয়ে বসেন ধাওয়ান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে পরিচিত ছন্দে ধরা দেন গব্বর।
বুধবার কাঠমান্ডু গোর্খাসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান। কর্নালি ইয়াকসের হয়ে ওপেন করতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ধাওয়ান। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৫১ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন শিখর। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা।
বুধবার কীর্তিপুরে নেপাল প্রিমিয়র লিগের ষষ্ঠ লিগ ম্যাচে সম্মুখসমরে নামে কাঠমান্ডু গোর্খাস ও কর্নালি ইয়াকস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কর্নালি। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে।
ধাওয়ানের হাফ-সেঞ্চুরি ছাড়া ১৫ বলে ২৫ রান করেন চাডউইক ওয়াল্টন। তিনি ৫টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৩ রান করেন বাবর হায়াত। ১৯ বলে ১২ রানের ধীর ইনিংস খেলেন গুলশান ঝা। তিনি ১টি চার মারেন। জীশান মাকসুদ ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
কাঠমান্ডুর হয়ে ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নেন জেরার্ড এরাসমাস। করণ কেসি ৩ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। নেপালের ২৩ বছর বয়সী পেসার রশিদ খান ৪ ওভারে ২৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
যদিও রুদ্ধশ্বাস ম্যাচে শেষমেশ ৩ উইকেটে হারতে হয় ধাওয়ানের দল কর্নালিকে। কাঠমান্ডু ১৯.৩ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। জেরার্ড এরাসমাস ২৮ বলে ৩৮ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন সুমিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১০ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন করণ কেসি। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।