হ্যামিল্টনের মাঠে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। শনিবার ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান কেন উইলিয়ামসন দুর্দান্ত ব্যাটিং করলেও অল্পের জন্য নিজের ফিফটি মিস করেছেন। ৮৭ বলে ৯টি চারের সাহায্যে ৪৪ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ম্যাথু পটসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান কেন উইলিয়ামস।
অনুতপ্ত কেন উইলিয়ামসন-
তবে কেন উইলিয়ামসন যে অদ্ভুত কায়দায় বোল্ড হয়েছেন তা দেখে হতবাক ক্রিকেট ভক্তরা। সেই সঙ্গে কেন উইলিয়ামসনের হৃদয়ও ভেঙে গিয়েছে। এটা অবশ্য হওয়ারই মতো। নিজের কুড়াল দিয়ে নিজের পায়ে আঘাত করার মতোই বিষয়টা ঘটেছে। এই আউটের পরে কেন উইলিয়ামসনকে অত্যন্ত অনুতপ্ত হতে দেখা গেছে। তাঁর সেই ছবি ও ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন…. বাকি চার দিন কি ব্রিসবেনের গাব্বা টেস্টে বৃষ্টি হবে?
কীভাবে আউট হয়েছিলেন কেন উইলিয়ামসন-
আসলে ৫৯তম ওভারের শেষ বলটা হালকা হাতে খেলেন কেন উইলিয়ামসন। কিন্তু বলটি ফাঁক দিয়ে স্টাম্পের কাছে চলে যায়। সেই সময়ে উইলিয়ামসন দ্রুত ঘুরে গিয়ে পা দিয়ে বলটিকে আটকানোর চেষ্টা করেন। অভিজ্ঞ ব্যাটসম্যান অসাবধানতাবশত বল থামানোর চেষ্টায় বলটিকে কিক দিয়ে বসেন। তবে বলটিকে বাইরের দিকে ঠেলার পরিবর্তে স্টাম্পের দিকেই বলটিকে কিক করে বসেন কেন উইলিয়ামসন। এর পর বলটি গিয়ে লাগে উইকেটে, বেল পড়ে যায়। আউট হন নিউজিল্যান্ডের ব্যাটার। সঙ্গে সঙ্গে ভেঙে পড়েন উইলিয়ামসন।
দেখুন আউট হওয়ার সেই ভিডিয়ো-
আরও পড়ুন…. ২০২১-এর পরে এবার ২০২৪, দ্বিতীয়বার অবসরের ঘোষণা করলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির
হতাশায় ডুবে গিয়েছেন কে উইলিয়ামসন
এই ঘটনার পরে মাঠেই নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে শুরু করেন। সে কিছুক্ষণ স্টাম্পের কাছে দাঁড়িয়ে আফসোস করেন এবং পরে মাথা সরিয়ে নেন। কেন উইলিয়ামসন সাধারণত আউট হওয়ার পর মাঠে এতটা হতাশা প্রকাশ করেন না। একজন নেটিজেন মন্তব্য করে লিখেছেন, ‘এত সাহসী কে?’ আরেকজন বলেছেন, ‘যদি কেউ উইলিয়ামসনকে আউট করতে না পারে, তবে কিছু লোক তাকে দুর্ভাগ্যজনক বলে।’
সিরিজে লিড ধরে রেখেছে ইংল্যান্ড
প্রথম দিনে স্টাম্প পর্যন্ত ৮২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করেছে নিউজিল্যান্ড। ক্যাপ্টেন টম ল্যাথাম ১৩৫ বলে ৬৩ রান করেন। উইল ইয়ং-এর সঙ্গে প্রথম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন তিনি। ৪২ রান করেন ইয়ং। দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ৩৭ রান যোগ করেন অধিনায়ক। টম ব্লান্ডেল (২১), রাচিন রবীন্দ্র (১৮) ও ড্যারিল মিচেল (১৪) বড় ইনিংস খেলতে পারেননি। টিম সাউদি ২৩ রানের অবদান রাখেন। মিচেল স্যান্টনার ৫৪ বলে ৫০ রান করার পর অপরাজিত আছেন। পটস ও গাস অ্যাটকিনসন তিনটি করে উইকেট নেন এবং ব্রেডন কার্স নেন দুটি উইকেট। সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড ধরে রেখেছে ইংল্যান্ড।