গত অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে ৩১৭ রানের অসাধারণ ইনিংস খেলেন হ্যারি ব্রুক। পরবর্তী ২টি টেস্টে ব্রিটিশ তারকার ব্যাট কথা বলতে পারেনি। তবে নিউজিল্যান্ড সফরে গিয়ে ফের ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ব্রুক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে ১৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন ব্রুক। এবার কিউয়িদের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ফের শতরান করলেন তিনি। এবারও রীতিমতো তাণ্ডব চালিয়ে। ইংল্যান্ডের ব্যাজবল শৈলীর ধারক-বাহক হিসেবে যাঁদের বিবেচনা করা হয়, ব্রুক তাঁদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন।
শুক্রবার ওয়েলিংটনে শুরু হয় নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। একসময় মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্রিটিশরা। তবে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলেন হ্যারি ব্রুক।
ঝোড়ো শতরান হ্যারি ব্রুকের
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ব্রুক ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। প্রথম দিনের লাঞ্চের পরেই ব্রুক ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। তিন অঙ্কের রানে পৌঁছতে তিনি খরচ করেন মোটে ৯১টি বল। সাহায্য নেন ৯টি চার ও ৫টি ছক্কার। অর্থাৎ, রীতিমতো ওয়ান ডে-র গতিতে রান তুলে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে লড়াইয়ের রসদ এনে দেন তিনি।
ব্রুক নিজের শেষ ৫টি টেস্ট ম্যাচে মাঠে নেমে এই নিয়ে ৩টি শতরান করেন। যার মধ্যে একবার তিনি ত্রিশতরানের গণ্ডি টপকে কেরিয়ারের সেরা ব্যক্তিগত ইনিংস উপহার দেন দলকে। ওয়েলিংটনে শতরানে পৌঁছেই হাল ছাড়েননি ব্রুক। বরং তিনি লড়াই জারি রাখেন তার পরেও। শেষে ১১৫ বলে ১২৩ রানের আগ্রাসী ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রান-আউট হন ব্রুক। মারেন ১১টি চার ও ৫টি ছক্কা।
আরও পড়ুন:- IND vs AUS 2nd Test Day 1 Live: অ্যাডিলেডে দুরন্ত ব্যক্তিগত নজিরের সামনে রোহিত
ব্রুককে সঙ্গ দিয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ওলি পোপ। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ৬৬ রান করে মাঠ ছাড়েন। তবে তার আগে বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। ওপেন করতে নেমে খাতা খুলতে পারেননি বেন ডাকেট। অপর ওপেনার জ্যাক ক্রলি ১৭ রান করে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে জেকব বেথেল করেন ১৬ রান। জো রুট মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন।
রুটের সিংহাসন ছিনিয়ে নিতে পারেন ব্রুক
উল্লেখযোগ্য বিষয় হল, ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পরে হ্যারি ব্রুক আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের বড়সড় লাফ দেন। তিনি উঠে আসেন টেস্ট ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে। আপাতত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা টেস্ট ব্যাটারের মুকুট নিজের কাছে রেখেছেন জো রুট। তবে তাঁর সঙ্গে ব্রুকের রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়।
টেস্ট ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা জো রুটের সংগ্রহে রয়েছে ৮৯৫ রেটিং পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ব্রুকের দখলে রয়েছে ৮৫৪ রেটিং পয়েন্ট। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রুট এবং শতরান করেছেন ব্রুক। তাই রুট নিজের পারফর্ম্যান্সে উন্নতি না করলে পরবর্তী টেস্ট ব়্যাঙ্কিংয়ে তাঁর মুকুট কেড়ে নিতে পারেন ব্রুক। সুতরাং, জো রুটের সিংহাসন টলমল করছে বলা যায়।