ইংল্যান্ডের কাছে প্রথম ২টি টেস্ট হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। কিউয়িদের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তাও খোলা নেই। সুতরাং, হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টটি নিউজিল্যান্ডের কাছে নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
তবে বিশেষ একটি কারণে হ্যামিল্টনের তৃতীয় টেস্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে নিউজিল্যান্ডের কাছে। কিউয়িদের হয়ে এটিই কেরিয়ারের শেষ টেস্ট টিম সাউদির। প্রাক্তন দলনায়কের শেষ টেস্টে হেরে ব্রিটিশদের কাছে চুনকাম হতে রাজি নয় নিউজিল্যান্ড। জয় দিয়ে সাউদির শেষ টেস্ট স্মরণীয় করে রাখতে মরিয়া কেন উইলিয়ামসনরা।
অন্যদিকে ইংল্যান্ডও চায় হ্যামিল্টন টেস্ট জিতে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে। সুতরাং, উভয় দলের কাছেই সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামার বাড়তি অনুপ্রেরণা রয়েছে। এই অবস্থায় হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে দু'দলই লড়াই চালায় সেয়ানে সেয়ানে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনে ৯ উইকেট হারালেও প্রথম ইনিংসে লড়াই করার রসদ জোগাড় করে নেয়।
নিউজিল্যান্ড হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে ৮২ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ৩১৫ রান সংগ্রহ করে। হাফ-সেঞ্চুরি করেন টম লাথাম ও মিচেল স্যান্টনার। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন কেন উইলিয়ামসন। কেরিয়ারের শেষ টেস্টে মাঠে নামা সাউদি ব্যাট হাতে সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংস খেলেন।
লাথাম ওপেন করতে নেমে ১৩৫ বলে ৬৩ রান করে আউট হন। তিনি ৯টি চার মারেন। অপর ওপেনার উইল ইয়ং ৯২ বলে ৪২ রান করেন। তিনি ১০টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসন ৮৭ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন। তিনি ৯টি চার মারেন। রাচিন রবীন্দ্র ২৫ বলে ১৮ রানের যোগদান রাখেন। তিনি ৪টি চার মারেন।
৩টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৪ রান করেন ডারিল মিচেল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২১ রান করেন উইকেটকিপার টম ব্লান্ডেল। ১০ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন গ্লেন ফিলিপস। তিনি ১টি চার মারেন। ২০ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন ম্যাট হেনরি। তিনি ১টি ছক্কা মারেন। টিম সাউদি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।
৫৪ বলে ৫০ রানের আগ্রাসী ইনিংস খেলে প্রথম দিনে নট-আউট থাকেন মিচেল স্যান্টনার। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ২ বল খেলে এখনও খাতা খোলেননি উইলিয়াম ও'রোর্ক। ইংল্যান্ডের হয়ে প্রথম দিনে ৩টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও ম্যাথিউ পটস। ২টি উইকেট নেন ব্রাইডন কার্স। ১টি উইকেট নিয়েছেন ক্যাপ্টেন বেন স্টোকস।