বাংলা নিউজ > ক্রিকেট > West Indies T20 World Cup Squad: ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে, ছিটকে গেলেন জেসন হোল্ডার, পরিবর্ত দলে ওবেদ ম্যাকয়ে

West Indies T20 World Cup Squad: ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে, ছিটকে গেলেন জেসন হোল্ডার, পরিবর্ত দলে ওবেদ ম্যাকয়ে

ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে, ছিটকে গেলেন জেসন হোল্ডার, পরিবর্ত দলে ওবেদ ম্যাকয়ে।

West Indies T20 World Cup Squad: টি-২০ বিশ্বকাপে খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারের। রবিবার এই কথা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়েকে।

শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই খারাপ খবর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সমর্থকদের জন্য। দলের নির্ভরশীল অলরাউন্ডার জেসন হোল্ডার ছিটকে গেলেন চোটের জন্য, যিনি বেশ অভিজ্ঞ ক্রিকেটারও বটে। আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে চোটের কারণে একেবারে শেষ মুহূর্তে ছিটকে যেতে হচ্ছে তাঁকে। চোটের কারণে টি-২০ বিশ্বকাপে খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারের।রবিবার এই কথা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডারের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার ওবেদ ম্যাকয়কে।

রবিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে জানানো হয়েছে, হোল্ডার ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছেন। ওরচেস্টারশায়ারের হয়ে খেলছিলেন জেসন। সেই সময়েই তিনি চোট পান। এর পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দেশের মাটিতে সিরিজ চলছে, তাতে দলে রাখা হয়েছিল হোল্ডারকে। এর পরেই ডাক্তাররা সিদ্ধান্ত নেন হোল্ডারের চোটের যা অবস্থা, তাতে তাঁকে খেলানো ঝুঁকি পূর্ণ হতে পারে। তবে হোল্ডারের চোট ঠিক কোথায় রয়েছে বা তার এই মুহূর্তে কী অবস্থা, তা উল্লেখ করা হয়নি সিডব্লুআইয়ের দেওয়া বিবৃতিতে।

আরও পড়ুন: IPL ফাইনালের পর চিপকেই BCCI সচিবের সঙ্গে দীর্ঘ আলোচনা গম্ভীরের, তবে কি দ্রাবিড়ের পরিবর্ত হতে চলেছেন KKR মেন্টর?

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ দুটি অর্থাৎ ২০২১ এবং ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে খেলেছেন হোল্ডার। তাঁর ছিটকে যাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স জানিয়েছেন, ‘জেসন দলের অভিজ্ঞ একজন ক্রিকেটার। ওর অনুপস্থিতি নিঃসন্দেহে অনুভূত হবে মাঠ এবং মাঠের বাইরে। সম্পূর্ণ ফিট জেসনকে আমাদের মাঝে পেতে আমরা মুখিয়ে রয়েছি। ওবেদ ম্যাকয়ের সামর্থ্যের বিষয়ে আশাবাদী। ওবেদ ওর পারফরম্যান্সে অসাধারণ স্কিল ও সম্ভাবনার ছাপ রেখেছে আগেও। এই সুযোগটি আন্তর্জাতিক মঞ্চে ওকে নিজের স্কিলকে তুলে ধরার সুযোগ করে দেবে। আমাদের বিশ্বাস এটি দলকে বাড়তি একটা শক্তি যোগাবে।’

আরও পড়ুন: শাহরুখ-গৌতির ব্রোম্যান্স- মেন্টরের কপালে কিং খানের ভালোবাসার চুম্বন, নাইট প্লেয়াররাও মুগ্ধ গম্ভীরে- ভিডিয়ো

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-২০ এবং ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ম্যাকয়ে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে রয়েছে। ওই গ্রুপে এছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ২ জুন প্রভিডেন্সে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের।

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেস, শিমরন হেতমায়ের, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যেন্ডন কিং, ওবেদ ম্যাকয়ে, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ড।

রিজার্ভ: কাইলে মেয়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়েন অ্যালেন, হেডেন ওয়ালশ এবং আন্দ্রে ফ্লেচার।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ? 'রক্ত মাংসের লক্ষ্মীদের অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার ‘আইস পিক দিয়ে বন্ধুর দাদাকে কুপিয়ে খুন করেছিল বাবা সিদ্দিকির অন্যতম হত্যাকারী’ আগামিকাল কেমন যাবে? ছুটির পরের সোমবারে সুখবর আসবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.