আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপর এশিয়া কাপ খেলতে নামবে ভারতীয় দল। এই এশিয়া কাপের পরেই ঘরের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই বড় দুটি টুর্নামেন্টের ক্ষেত্রে দলে কোনও খামতি রাখতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ৫০ ওভারে টুর্নামেন্ট গুলিতে ৪ নম্বর ব্যাটিং পজিশন যেকোনও দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা নিয়েই ভারতীয় দলে বিস্তর আলোচনা চলছে। সূর্যকুমার যাদব অনেকদিন ধরে এই জায়গায় ব্যাট করতে নামছেন তবে একদিনের ক্রিকেটে তিনি বিশেষভাবে সফল হতে পারেননি। তবে তিনি একদিনের ক্রিকেটে ভালো করতে মরিয়া। তা তাঁর সাম্প্রতিক কিছু বক্তব্য থেকেই পরিষ্কার। সম্প্রতি তিনি জানিয়েছেন তাকে দলে যে দায়িত্ব দেয়া হোক না কেন তা তিনি সফলভাবে পালন করার জন্য কোনও খামতি রাখবেন না।
টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটারও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটার একদিনের ক্রিকেটে এখনও সেই ভাবে জ্বলে উঠতে পারেননি। ফেব্রুয়ারি ২০২২ থেকে চলতি বছরের আগস্ট মাসে পর্যন্ত ২০টি ম্যাচে একটি মাত্র একটি হাফ সেঞ্চুরি রয়েছে সূর্যকুমার যাদবের। যা চিন্তায় রাখছে সকলকে। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা কয়দিন আগে জানিয়েছেন সূর্যকুমার যাদব নিজের উন্নতির জন্য অনেক প্রচেষ্টা করছেন। এর সঙ্গে তিনি পরামর্শও চেয়েছেন। কয়েকদিন আগে এই বিষয়ে নিজেই মুখ খুলে স্কাই বলেন, 'ক্রিকেটের এই ফরম্যাটে ব্যালেন্স রাখা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আমি অনেক প্র্যাকটিসও করছি এর সঙ্গে সঙ্গে রাহুল দ্রাবিড় স্যার, রোহিত ও বিরাট ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। আশা করছি এই টুর্নামেন্টে আমি এগিয়ে যেতে পারবো ও ভালো পারফর্ম করব।'
মনে করা হচ্ছে এশিয়া কাপে সূর্যকুমার যাদবের ব্যাটিং পজিশন বদলে যেতে পারে। কারণ চোট সারিয়ে দলে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার। এই পদক্ষেপ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সূর্যকে ৬ নম্বরে নামানো হয়। এই বিষয়ে যাদব বলেন, 'আমাকে দলের জন্য চেয়ে জায়গায় খেলানো হবে বা যে নতুন দায়িত্ব দেওয়া হোক তা আমি পালন করতে রাজি। সেটা যদি নতুন কোন দায়িত্ব হয় তাহলে অবশ্যই ভালোভাবে পালন করার চেষ্টা করব। প্রত্যেকটি আমাকে বলছে টি-টোয়েন্টি ফরম্যাটে আমি ভালো করছি কিন্তু ওয়ানডেতে করতে পারছিনা। দুটোই সাদা বলের ক্রিকেট, কিন্তু ৫০ ওভারে এরকম হচ্ছে কেন? আমি অনেক প্র্যাকটিস করছি এই ফরম্যাট অনেকটা চ্যালেঞ্জপূর্ণ।'
যাদব একদিনের ক্রিকেট ফরম্যাটকে তিন ধরনের ক্রিকেটে সংমিশ্রণ বলে মনে করেন। তিনি এই বিষয়ে বলেন, 'একদিনের ক্রিকেটে প্রথম দিকে একটু ধরে খেলতে হয় তারপর যতটা সম্ভব চালিয়ে খেলে এগোতে হয়। এরপরে শেষের দিকে টি-টোয়েন্টি মেজাজে খেলতে হয় তাই এখানে ভারসাম্য রাখা খুব জরুরী।' এখন দেখার বিষয় এটাই স্বামী থাকা এশিয়া কাপে তিনি কেমন পারফর্ম করতে পারেন।