নাগপুরে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের তরুণ প্রতিভা যশস্বী জসওয়াল ও হর্ষিত রানা নিজেদের ওয়ানডে অভিষেক করেছেন। তবে একাদশে জায়গা হয়নি ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলির। যিনি ডান হাঁটুর ব্যথার কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা তার ওপেনিং সঙ্গী জসওয়ালকে ওয়ানডে ক্যাপ তুলে দেন, আর অভিজ্ঞ পেসার মহম্মদ শামি তরুণ বোলার হর্ষিত রানাকে ক্যাপ প্রদান করেন। দুজনই ক্যাপ প্রদানের সময় অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
যশস্বীর উদ্দেশ্যে রোহিত শর্মার বার্তা
বিসিসিআই-এর প্রকাশ করা একটি ভিডিয়োতে রোহিতকে বলতে শোনা যায়, ‘জাসু, তুমি দুর্দান্তভাবে তোমার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছ। এটি এমন একটি ফর্ম্যাট, যা তুমি সবচেয়ে বেশি উপভোগ করবে। আমি যখন বলছি, বিশ্বাস করো তখন এটা নিশ্চিত হবে। এর কারণ তোমার কাছে সেই সমস্ত দক্ষতা আছে যা এই স্তরে খেলার জন্য প্রয়োজন। সংক্ষিপ্ত কেরিয়ারে তুমি সফল হয়েছ, তবে এটি কেবল শুরু। যখন ভালো শুরু করবে, তখন সেটিকে ধরে রাখার চেষ্টা করবে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে শুভকামনা। আশা করি তোমার কেরিয়ার অসাধারণ হবে।’
আরও পড়ুন … IND vs ENG 1st ODI: আরও ৪০-৫০ রান করলে জিততে পারতাম: হেরে হতাশায় ডুবলেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার
হর্ষিত রানাকে মহম্মদ শামির অনুপ্রেরণা
অন্যদিকে, মহম্মদ শামি বলেন, ‘শুভেচ্ছা ও অভিনন্দন (হর্ষিত রানা)। এখানে পৌঁছানোর জন্য তুমি অনেক পরিশ্রম করেছ এবং সেটার ফলস্বরূপ আজ তুমি এই মঞ্চে। এটি তোমার পরিবারের জন্য একটি বড় দিন। আমাদের সকলের পক্ষ থেকে আশা করি তুমি প্রচুর উইকেট নেবে এবং দীর্ঘ সময় ধরে দেশের প্রতিনিধিত্ব করে সকলকে গর্বিত করবে। তোমায় অনেক অভিনন্দন।’
যশস্বী জসওয়ালের পারফরম্যান্স
যশস্বী এর আগেই টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং এবার ওয়ানডে দলে জায়গা করে নিলেন। লাল বলের ক্রিকেটে তার অসাধারণ সাফল্য তাকে ভবিষ্যতের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছে।
টেস্ট: ১৯ ম্যাচে ৫২.৮৮ গড়ে ১,৭৯৮ রান, স্ট্রাইক রেট ৬৫.৬৬, ৪টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি। টেস্ট তাঁর সর্বোচ্চ স্কোর ২১৪*।
টি-টোয়েন্টি: ২৩ ম্যাচে ৩৬.১৫ গড়ে ৭২৩ রান, স্ট্রাইক রেট ১৬৪.৩১, ১টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি। সর্বোচ্চ স্কোর ১০০।
লিস্ট-এ ক্রিকেট: ৩২ ম্যাচে ৫৩.৯৬ গড়ে ১,৫১১ রান, ৫টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। সর্বোচ্চ স্কোর ২০৩ রান।
আরও পড়ুন … IND vs ENG 1st ODI-এর পরে মাঠের মধ্যেই কোচ-ক্যাপ্টেনের দীর্ঘ মিটিং! রোহিত-গম্ভীরের ভিডিয়ো ঘিরে জল্পনা
হর্ষিত রানার পারফরম্যান্স
অপরদিকে, হর্ষিত ইতিমধ্যেই ভারতের হয়ে ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
টেস্ট: ২ ম্যাচে ৪ উইকেট, ৫০.৭৫ গড়, সেরা বোলিং ফিগার ৩/৪৮।
টি-টোয়েন্টি: ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট, বোলিং গড় ১১.০০।
লিস্ট-এ ক্রিকেট: ১৪ ম্যাচে ২২ উইকেট, ২৩.৪৫ গড়, সেরা বোলিং ফিগার ৪/১৭।
টি টোয়েন্টিতে হর্ষিত রানার অভিষেক বিতর্কিত হয়েছে-
হর্ষিত রানার অভিষেক চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেই আলোচনার কেন্দ্রে চলে আসে। তিনি শিবম দুবের বদলে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন এবং ম্যাচ জেতানো বোলিং স্পেল উপহার দেন। এই সিদ্ধান্ত ইংল্যান্ড সমর্থকদের মধ্যে বিতর্কের জন্ম দেয়, এমনকি ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারও ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তার অসন্তোষ প্রকাশ করেন।