ভারতীয় ক্রিকেট দলের অন্দরে যেন ভুল বোঝাবুঝি থামতেই চাইছে না। এমনিতেই কোচের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না অধিনায়কের, কদিন ধরেই এই জল্পনা ছড়িয়েছিল। যদিও বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা দাবি করেছিলেন এমন কোনও বিষয় নেই। কোচ অধিনায়কের সম্পর্ক যেমন ভালো রয়েছে, তেমনই কোচের সঙ্গে নির্বাকের সম্পর্কও ভালোই রয়েছে। কোনও তিক্ততা নেই।
আরও পড়ুন- VHTর ফাইনালের পরই বৈঠক আগরকরদের! ১৯ তারিখই দল ঘোষণা! ২ পজিশন নিয়ে বিস্তর আলোচনা- রিপোর্ট
গম্ভীর ড্রেসিংরুমের কথা লিকের জন্য দায়ি করেন সরফরাজকে-
যদিও এরই মধ্যে আগুনে ঘি দেওয়ার কাজ করেন গৌতম গম্ভীর। এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, কদিন আগেই গৌতম গম্ভীর নাকি বিসিসিআইয়ের কর্তাদের জানিয়েছেন অস্ট্রেলিয়া সফরের সময় ভারতীয় ড্রেসিং রুমের সব কথা লিক হওয়ার পিছনে হাত রয়েছে তরুণ ক্রিকেটার সরফরাজ খানের। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে তাঁদের মধ্যে কেউই মুখ খোলেননি।
ভারতীয় দলের অনুশীলনে উত্তপ্ত বাক্য বিনিময়-
এরই মধ্যে এবার উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি ধরা পড়ল ভারতীয় দলের অনুশীলনে। যেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার দুই তরুণ ক্রিকেটার নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টি২০ সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হল দুই ভারতীয় ক্রিকেটারের বিতর্কিত ভিডিয়ো।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
রিয়ানের সঙ্গে তিলকের ঝামেলা-
সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে বাংলাদেশ সিরিজের আগে গত বছর টিম ইন্ডিয়ার অনুশীলনের এক ভিডিয়ো, যেখানে রিয়ান পরাগের কথা শুনে মাথা গরম করে ফেলেন তিলক বর্মা। মুম্বইকর তিলক মজা করে অনুশীলনের ফাঁকেই বলছিলেন রিয়ান পরাগকে যে তিনি নিকোলাস পুরানের উইকেট নিয়েছেন, বোঝাতে চাইছিলেন তিনিও ভালো বোলিং করতে পারেন। সেখানে দাঁড়িয়ে ছিলেন রিঙ্কু সিংও।
আরও পড়ুন-BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
এরাম হাইপার হয়ে যাস কেন?
এরপর একটু মজার ছলেই তিলককে বলে বসেন, ‘ওহ! ম্যাচ হারার পরে ’। বিষয়টি শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার তিলক বর্মা। রেগে গজগজ করে বলতে থাকেন, ‘কি বললি? ম্যাচ হারার পর? ’। এরপরই রিয়ান পরাগকে বিরক্তির সুরেই তিলককে বলতে শোনা যায়, ‘এরম হাইপার হয়ে যাস কেন? (হঠাৎ করে মাথা গরম করে ফেলিস কেন) ’।