ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের ব্যাজবল শৈলীর স্বার্থক নমুনা পেশ করল ইংল্যান্ড। নটিংহ্যামে প্রথম দিনেই ব্রিটিশরা তাদের প্রথম ইনিংস শেষ করে বটে, তবে স্কোরবোর্ডে তুলে ফেলে পর্যাপ্ত রান। দাপুটে শতরান করেন ওলি পোপ। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন বেন ডাকেট ও বেন স্টোকস।
ট্রেন্ট বিজে টস জেতেন ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক ক্রেগ ব্রাথওয়েট। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিমকে। ইংল্যান্ড মাত্র ৪.২ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। টি-২০ ক্রিকেটেও কোনও দল পাওয়ার প্লে-র ৬ ওভারে ৫০ টপকাতে পারলে খুশি হবে। সেখানে টেস্টে মাত্র ২৬ বলে ৫০ টপকে ইংল্যান্ড স্পষ্ট করে দেয় তাদের মানসিকতা।
বেন ডাকেট ১১টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ইংল্যান্ড দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ১৭.৫ ওভারে। ৩১ ওভারে স্কোরবোর্ডে ১৫০ রান তুলে ফেলে ব্রিটিশ দল। ওলি পোপ হাফ-সেঞ্চুরি করে ৮১ বলে।
ডাকেট ১৪টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ৭১ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন। পোপ শতরান করেন ১৪৩ বলে। তিনি ১৬৭ বলে ১২১ রান করে ক্রিজ ছাড়েন। দাপুটে ইনিংসে তিনি ১৫টি চার ও ১টি ছক্কা মারেন। বেন স্টোকস ১০৪ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৮টি বাউন্ডারি মারেন।
এছাড়া ২৯বলে ১৪ রান করেন জো রুট। ৩৪ বলে ৩৬ রান করেন হ্যারি ব্রুক। ৫৪ বলে ৩৬ রান করেন জেমি স্মিথ। ৪৮ বলে ৩৭ রান করেন ক্রিস ওকস। গাস অ্যাটকিনসন ২, শোয়েব বশির ৫ ও মার্ক উড অপরাজিত ১৩ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি জ্যাক ক্রলি।
ইংল্যান্ড ৪০ ওভারে ২০০ টপকায়। তারা ২৫০ টপকায় ৫০.৩ ওভারে। ব্রিটিশরা ৩০০ রানের গণ্ডি টপকে যান ৬০.১ ওভারে। ইংল্যান্ড ৩৫০-য় পৌঁছয় ৭৪.১ ওভারে। ৮৬.১ ওভারে ৪০০ টপকে যান স্টোকসরা। শেষমেশ ৮৮.৩ ওভারে ৪১৬ রান তুলে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই নটিংহ্যাম টেস্টের প্রথম দিনের খেলায় দাঁড়ি টেনে দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে ৯৮ রানে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ। ৯০ রানে ২টি উইকেট নেন জয়ডেন সিলস। ৭৩ রানে ২টি উইকেট নেন কেভিন সিনক্লেয়ার। ৪৪ রানে ২টি উইকেট নেন কাভেম হজ। ৪৪ রান খরচ করে ১টি উইকেট নেন শামার জোসেফ। উইকেট পাননি জেসন হোল্ডার।