ট্রেন্ট ব্রিজে মেট্রো ব্যাঙ্ক ওয়ান-ডে কাপের ফাইনাল জিতল গ্ল্যামারগান। ম্যাচের প্রথম দিনের ওয়াশআউটের পরে সমারসেট এবং আবহাওয়া উভয়কেই পরাজিত করতে সক্ষম হয়েছিল গ্ল্যামারগান। ২০২১ সালে শেষবার এই ট্রফি জিতেছিল গ্ল্যামারগান। তবে এই ম্যাচটা সমারসেটের জন্য বেশ হতাশার ছিল। কারণ শেষ দশ দিনের মধ্যে তারা তিনটে টুর্নামেন্টের গুরুত্ব পূর্ণ ম্যাচ হারল। টি টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে পরাজিত হওয়ার সঙ্গে কাউন্ডি চ্যাম্পিয়নশিপের আশাও শেষ হয়েছে। এবার ওয়ান ডে কাপের ফাইনালও হারল তারা। ফলে চলতি মরশুমটা ট্রফি ছাড়াই কাটা হবে সামরসেটকে।
গ্ল্যামারগানের ইনিংস কেমন ছিল-
ট্রেন্ট ব্রিজে বৃষ্টি-বিঘ্নিত একটি ফাইনালে গ্ল্যামারগান ১৫ রানে সমারসেটকে হারিয়ে ওয়ানডে কাপ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবারের ম্যাচ ওয়াশআউট হয়ে যাওয়ার ফলে দলগুলো ২০ ওভারের ম্যাচ খেলে। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল সমারসেট। ট্রেন্ট ব্রিজ নটিংহামে প্রথমে ব্যাট করতে নেমে স্যাম নর্থইস্টের অপরাজিত ৬৩ রানের ফলে গ্ল্যামারগান সাত উইকেটে ১৮৬ রান করে ছিল। এই সময়ে উইলিয়াম স্মেল ১৪ বলে ২৮ রান করেন। বিলি রুট ২৮ বলে ৩৯ রান করেন। ৯ বলে ২৬ রান করেন গ্ল্যামারগানের ভ্যান ডের গুগেন। অন্য দিকে সমারসেট আলফি ওগবোর্ন ২টি ও জর্জ থমাস ২টি উইকেট শিকার করেন।
আরও পড়ুন… AUS vs IND: শুরু হয়ে গেল ‘মাইন্ড গেম’! বর্ডার-গাভাসকর ট্রফির আগেই বুমরাহকে স্মিথের বাউন্সার
সমারসেটের ইনিংস কেমন ছিল-
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানেই শেষ হয়ে যায় সমারসেটের ইনিংস। এদিন অ্যান্ড্রু উমিদ ৩৬ বলে ৪৫ রান করার পাশাপাশি শন ডিকসন ২০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তবে এর মাঝেই আর্চি ভন ঝোড়ো ১৮ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপরেও অবশ্য দলকে জেতাতে পারেননি তারা। শেষ পর্যন্ত সমারসেটের ট্রফির খরা কাটল না।
আরও পড়ুন… IND vs BAN: বাংলাদেশের সামনে বড় সমস্যা! চোটের কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত দলের তারকা অলরাউন্ডার
চ্যাম্পিয়ন হয়ে কী বললেন গ্ল্যামারগানের স্যাম নর্থইস্ট-
ম্যাচ ও ফাইনাল জেতার পরে গ্ল্যামারগানের স্যাম নর্থইস্ট বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য কোনও টি-টোয়েন্টি খেলিনি তাই ২০-ওভারের প্রতিযোগিতায় আসাটা আমাদের জন্য ছিল অদ্ভুত।’ নর্থইস্ট ৪৯ বলে অপরাজিত ৬৩ রান করে তার দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেছিলেন। ইসিবি রিপোর্টার্স নেটওয়ার্ককে তিনি বলেছেন, ‘আমরা এমনকি জানতাম না যে আমরা কত ওভারের ম্যাচ খেলতে যাচ্ছি। এটা আমরা প্রায় চল্লিশ মিনিট আগে জানতে পারি যে ম্যাচটি ৫০ থেকে ২০ ওভারের পরিবর্তন করা হয়েছে। এর অর্থ হল আমাদের যথাসম্ভব দিতে হবে। সেটাই করেছি আমরা।’