বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। প্রবল চাপ। বিশেষত দু'বছর আগে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই সেমিফাইনালে হারতে হয়েছিল। কিন্তু সেইসব ছাপিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মনে একটাই উদ্বেগ রয়েছে। সেটা কোনও বোলার বা কোনও ব্যাটারকে নিয়ে নয়। বরং বৃষ্টির জন্য সেমিফাইনাল শেষ হতে যদি দেরি হয়, তাহলে তাঁদের যে চার্টার্ড ফ্লাইট আছে, সেটা ধরতে পারবেন তো? তবে একেবারেই মজা করে সেই কথাটা বলেছেন ভারতীয় অধিনায়ক। রোহিত যেমন বিন্দাস মুডে থাকেন, সেই স্টাইলেই বলেছেন। যা ভারতীয় সমর্থকদের আরও কিছুটা আশ্বস্ত করবে। কারণ রোহিতের কথা থেকেই বোঝা যাচ্ছে যে সেমিফাইনালের আগে ভারতীয় দলের মেজাজটা একদম ফুরফুরে আছে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কী হয়েছিল, ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে কী হয়েছিল, সেইসব নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া।
রেগে যাওয়ার প্রশ্নে মজার উত্তর রোহিতের
যদিও যে প্রশ্নের প্রেক্ষিতে রোহিত সেই উত্তর দিয়েছেন, তা অত্যন্ত উস্কানিমূলক ছিল। এক বিদেশি সাংবাদিক প্রশ্ন করেন, ভারত সেমিফাইনালে উঠলে যে গায়ানায় খেলবে বলে ঠিক করা ছিল, সেটায় কি টিম ইন্ডিয়া বাড়তি অ্যাডভান্টেজ পেল না? আর বৃষ্টির জন্য সেমিফাইনাল ভেস্তে গেলে টিম ইন্ডিয়া ফাইনালে উঠে যাবে, সেটাও রোহিতদের কাছে বড় অ্যাডভান্টেজ নয় কি?
‘পুল’ মারার মতো প্রশ্ন পেলেও রোহিত উলটো-পালটা ‘শট’ চালাননি। বরং একেবারে নিখুঁত টাইমিংয়ে এমনভাবে ‘পুল’ করেন যে ওই সাংবাদিক নিজের উত্তরটাও পেয়ে যান। আর রোহিতও বুঝিয়ে দেন যে তিনি মাঠের বাইরেও ‘হিটম্যান’ এবং ‘ক্যাপ্টেন কুল’। এককথায় বলতে গেলে রোহিত ‘পুলটা’ মারলেন। কিন্তু আগ্রাসীভাবে নয়, একেবারে নিজের ‘শানা’ স্টাইলে।
এটা কোনও অ্যাডভান্টেজ নয়, সাফ কথা রোহিতের
রোহিত বলেন, ‘আমার মনে হয় না যে এটা কোনওরকম অ্যাডভান্টেজ। এই ক্রিকেটাররা বিভিন্ন রকম মাঠে খেলেছে। আমি নিশ্চিত যে অনেক ইংরেজ ক্রিকেটাররাও আগে এই মাঠে খেলেছে। তাই এটাকে আমি অ্যাডভান্টেজ হিসেবে দেখছি না। দিনের শেষে ক্রিকেট ম্যাচ জিততে গেলে আপনাকে ভালো খেলতে হবে। আমি সেরকমভাবেই বিষয়টা দেখছি।'
মেঘলা আকাশও আমার হাতে নেই, স্পষ্টবাক রোহিত
ভারতের অধিনায়ক বলেন, ‘মেঘলা আকাশ থাকবে কিনা, সেটা কারও হাতে নেই। আমরা জানি না যে কী হবে। আমি শুধু একটা বিষয় নিয়েই উদ্বিগ্ব। সেটা হল যে ম্যাচটা যদি অনেকক্ষণ চলে, তাহলে আমাদের চার্টার্ড ফ্লাইটের কী হবে? আমাদের চার্টার্ড ফ্লাইট আছে। আমরা হয়ত সেই ফ্লাইটটা ধরতে পারব না। (হাসি) কিন্তু সেটা ঠিক আছে। আমরা পরের ম্যাচটা যে মাঠে খেলব, সেখানে নিয়ে যাওয়ার মাথাব্যথা হল আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের।’
এবার সিরিয়াস মুডে রোহিত
সেই মজার পরে একেবারে সিরিয়াস মুডে এসে রোহিত বলেন, 'আমরা শুধু একটা জিনিসেই মনোনিবেশ করছি, সেটা হল যে কীভাবে আমরা এই ম্যাচে ভালো খেলতে পারব এবং কীভাবে নিজেদের পক্ষে ফলাফল আনতে পারব। দিনের শেষে দুটি ভালো ক্রিকেট দল খেলবে। ম্যাচটা দারুণ হবে।’