সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে অন্যতম চর্চার বিষয় লোকেশ রাহুলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আচরণ। লোকেশকে কখনই যথাযথভাবে ব্যবহার করে না টিম ম্যানেজমেন্ট, এমনটাই অভিযোগ বিশেষজ্ঞদেরও। আসলে কখনও রাহুলকে ওপেন করতে পাঠানো হয় তো আবার কখনও ঠেলে দেওয়া হয় মিডল অর্ডারে। সীমিত ওভারের ক্রিকেটে কিপিংও করানো হয়েছে লোকেশকে দিয়ে।
এবার বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচের আগে ফের চর্চায় লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার। আসলে রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে ওপেন করতে নামেন। কঠিন পরিস্থিতিতে লোকেশ প্রথম ইনিংসে ৭৪ বলে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ১৭৬ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে রোহিত দলে ফিরলেও যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ। তিনি ৪৪ বলে ২৭ রান করেন। রোহিত এই ম্যাচে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন।
এই অবস্থায় অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে ওপেন করবেন কে, সেই বিষয়ে চলছে জোর চর্চা। যশস্বী জসওয়ালের ওপেন করা নিয়ে কোনও সংশয় নেই। তবে তাঁর সঙ্গে ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন রোহিত নাকি রাহুল, সেটা দেখার জন্য উৎসুক ক্রিকেটপ্রেমীরা।
স্টার স্পোর্টসের আলোচনায় রোহিতের ওপেনে ফেরার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয় সুনীল গাভাসকরের কাছে। সানি কোনও দ্বিধা না করেই জানান যে, রোহিতেরই ওপেন করা উচিত। গাভাসকরের মতে অ্যাডিলেডে লোকেশ রাহুলকে মিডল অর্ডারে ফেরত পাঠানো উচিত। গাভাসকর এক্ষেত্রে নিজের পছন্দের প্রথম একাদশও জানিয়ে দেন ইঙ্গিতে।
গাভাসকর বলেন, ‘ও (রোহিত শর্মা) অবশ্যই ওপেন করবে। অ্যাডিলেডের স্কোয়ার বাউন্ডারি ছোট। ওর ব্যাটিংয়ের সঙ্গে এটা মানানসই। জুরেলের জায়গায় রাহুলকে ছয়ে নামানো উচিত। আর তিন নম্বরে পাডিক্কালের জায়গায় দলে ফিরবে শুভমন গিল। এটাই আমার পছন্দের প্রথম একাদশ।’
অ্যডিলেডে ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ নিয়ে গাভাসকর বলেন, 'ওয়াশিংটন সুন্দর জায়গা পায় কিনা দেখতে চাইব। নীতীশ রেড্ডি জায়গা ধরে রাখবে। কেননা এটা গোলাপি বলের ম্যাচ। ও চতুর্থ পেসারের ভূমিকা পালন করবে। অশ্বিন বা জাদেজাকে দলে ফেরানো যায় কিনা সেটা পিচ ও পরিস্থিতি দেখে ওদের সিদ্ধান্ত নিতে হবে।
অ্যাডিলেড টেস্টে সুনীল গাভাসকরের পছন্দের ভারতীয় একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর/রবিচন্দ্রন অশ্বিন/রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।